Samik Lahiri

স্মার্ট মিটার বসাতে আসা সরকারি কর্মীদের ফিরিয়ে দিলেন শমীক লাহিড়ী

রাজ্য জেলা

বারুইপুরে সিপিআই(এম) জেলা দপ্তরে স্মার্ট মিটার বসাতে আসা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ফিরিয়ে দিলেন শমীক লাহিড়ী। বৃহস্পতিবার বাইরুপুরের পদ্মপুকুরে সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনা জেলা দপ্তরে স্মার্ট মিটার বসাতে আসেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। সেই সময় জেলা দপ্তরে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক তথা সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী। তিনি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের স্পষ্ট জানিয়েদেন যে জেলা দপ্তরে স্মার্ট মিটার লাগাতে দেওয়া হবে না। লাহিড়ীর সাথে সেই সময় ঘটনা স্থলে উপস্থিত ছিলেন জেলা দপ্তরে থাকা দলীয় কর্মীরা। শমীক লাহিড়ী অনড় থেকে তাদের সেখান থেকে ফিরিয়ে দেন। তিনি বলেন, ‘‘রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকার বেশ কিছু জায়গায় স্মার্ট মিটার বসাবার জন্য বেসরকারি কোম্পানির লোক যাচ্ছে। বিশেষত অফিস, দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ ৩ ফেজের বিদ্যুৎ সংযোগ যেখানে আছে, সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজ করতে চাইছে সরকার।’’
স্মার্ট মিটারের বিরুদ্ধে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল, প্রতিবাদ সভা করছে সিপিআই(এম)। দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় সাধারণ মানুষদের নিয়ে হয়েছে সাধারণ সভা। জেলা সিপিআই(এম)’র পক্ষ থেকে স্মার্ট মিটার সংক্রান্ত বিশেষ বুলেটিনও প্রকাশ করা হয়েছে। যা জেলা জুড়ে মানুষের বাড়ি বাড়ি দেওয়া হয়েছে।
শমীক লাহিড়ী জানিয়েছেন, ‘‘যে কোনও মূল্যে প্রিপেইড ডায়নামিক স্মার্ট মিটার বসানোর কাজ আমাদের রুখে দিতে হবে। যেখানে এই কাজ তারা করতে যাচ্ছে বা যাবে সেখানেই দলবদ্ধ হয়ে উপস্থিত হয়ে বাধা দিতে হবে, যাতে কোন ভাবেই এই কাজ তারা করতে না পারে।’’

Comments :0

Login to leave a comment