Fire

পরপর অগ্নিকান্ড কলকাতায়, এবার ওয়েলিংটনে

কলকাতা

গত ২৪ ঘন্টায় কলকাতায় পরপর অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার সন্ধ্যায় আনন্দপুরের নোনাডাঙায় একটি বস্তিতে আগুন লাগে। আগুন লাগার কারণে বস্তির একাধিক ঘর পুড়ে যায়। সেই ঘটনার পর দিন বৃহস্পতিবার সকালে নিউটাউনের একটি বহুতল আগুন লাগে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শহরে অগ্নিকান্ডের ঘটনা ঘটল ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটে। এদিন বিকেল সাড়ে ৪ টে নাগাদ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। যেই সময় আগুন লাগে ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটে সেই সময় শীতের পোষাক কিনতে এসেছিলেন অনেক ক্রেতা। আগুন লাগার বিষটি বুঝতে পেরে ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতক্ষ্যদর্শী এক ক্রেতা জানালেন, শীতের বস্ত্র কিনতে এসেছিলাম এখানে সস্তায় অনেক শীতের পোশাক পাওয়া যায়। ‘ভুটিয়া’রাই কলকতার ওয়েলিংটন স্কোয়ারে ছোট ছোট দোকান করে শীতের পোষাক সজিয়ে বসেন। সেই দোকানগুলির মধ্যে বেশ কয়েকটি দোকান ভশ্মীভূত হয়ে গেছে। আগুন লাগার পর দমকল ও সিভিল ডিফেন্স কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। শেষ পাওয়া খবরে জানা গেছে আগুন নিয়ন্ত্রণে। আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছেন বেশকয়েকটি দোকানদার। তাদের দোকান এবং বহু শীতবস্ত্র আগুনে ভশ্মীভূত হয়ে গেছে। আগুন লাগার কারণ পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।

Comments :0

Login to leave a comment