অঙ্কিতা ভান্ডারি হত্যাকাণ্ডের প্রকৃত তদন্তের দাবি ঘিরে ফের অসন্তোষ দেখা দিচ্ছে উত্তরখন্ডে। রাজ্যের বিজেপি সরকারের তরফে বারবার আসল দোষীকে আড়াল করার চেষ্টা চলছে বলেও উঠেছে অভিযোগ।
মঙ্গলবারই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছিলেন যে অঙ্কিতা ভাণ্ডারির পরিবারের তরফে তদন্তের যে দাবি করা হবে তিনি সেই মতোই কাজ করবেন। কিন্তু এই হত্যাকাণ্ডে নাম জড়িয়েছে বিজেপির জাতীয় স্তরের সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতমের নাম।
একেবারেই নিম্নবিত্ত পরিবারের অঙ্কিতাকে খুন করা হয়েছিল ২০২৩-এ। দেহ মিলেছিল ৬দিন পর। ঋষিকেশের একটি রিসর্টে কাজ করতেন অঙ্কিতা যার মালিক এক প্রভাবশালী বিজেপি নেতার ছেলে পুলকিত আর্য। অভিযোগ, এক ভিআইপি-কে ‘খুশি করতে‘ বলা হয়েছিল অঙ্কিতাকে। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তার জেরেই হত্যা।
হত্যাকাণ্ডের জেরে তীব্র প্রতিবাদ ফেটে পড়ে উত্তরাখণ্ডে। পুলকিত এবং তার দুই পরিচিতের এই হত্যাকাণ্ডে যাবজ্জীবন হয়। কিন্তু অতি সম্প্রতি নতুন অভিযোগ ঘিরে তোলপাড় উত্তরাখণ্ড। নিজেকে বিজেপি বিধায়ক সুরেশ রাঠোরের স্ত্রী দাবি করে এক মহিলা উর্মিলা সানোয়ার কয়েকটি অডিও ও ভিডিও ক্লিপ সোশাল মিডিয়ায় প্রকাশ করেন। গোড়া থেকেই অভিযোগ ছিল ঘটনায় এক ‘ভিআইপি’ জড়িত যিনি ঋষিকেশের রিসর্টে ছিলেন। সানোয়ার দাবি করেন এই ‘ভিআইপি’ দুষ্যন্ত গৌতম। এরপরই প্রকৃত অপরাধীকে ধরার দাবিতে ফের শুরু হয়েছে বিক্ষোভ। আরেকদিকে সানোয়ার তাঁর জীবনের আশঙ্কা জানিয়েছেন।
অঙ্কিতা ভাণ্ডারির বাবা একাধিকবার দুষ্যন্ত গৌতম সহ অভিযুক্তদের কল রেকর্ড সামনে আনার দাবি জানালেও সেই ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি সরকার। উপরন্তু, মুখ্যমন্ত্রী দাবি করেন যে ঘটনার দিন দুষ্যন্ত গৌতম উত্তরাখণ্ডে ছিলেন না। পাশাপাশি, অঙ্কিতা ভাণ্ডারীর হত্যাকাণ্ড নিয়ে গৌতমকে জড়িয়ে কোনো পোস্ট করতে পারবে না বিরোধীরা, বুধবার এমন নির্দেশিকা জারি করেছে দিল্লি হাই কোর্ট। তবে তাতে ধামাচাপা দেওয়ার অভিযোগ বা বিক্ষোভ কমছে না।
অঙ্কিতা ভান্ডারিকে বিচার দেওয়ার চাইতে ‘ভিআইপি’ দুষ্যন্ত গৌতমকেই আড়াল করাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মুখ্যমন্ত্রী? বুধবার সোশাল মিডিয়ায় পোস্ট করে এমন অভিযোগ তুলেছে কংগ্রেস।
ধামাচাপা দেওয়ার অভিযোগ আরও জোরালো হয়েছে গৌতমের নাম সামনে আনার পরই সানোয়ারের বিরুদ্ধে তিনটি এফআইআর হরিদ্বার ও দেরাদুনে দায়ের হওয়ায়।
দেশজুড়ে মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় বারবার বিজেপির নাম জড়িয়েছে। বিচারের বদলে অপরাধীদের আড়াল করার ঘটনা বারবার এসেছে সামনে। গুজরাটে বিলকিস বানুর ধর্ষকদের সাজার মেয়াদ শেষ হওয়ার আগে ছাড়ানো, মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিং-কে আড়াল করা থেকে উন্নাওয়ে কিশোরী ধর্ষণে সাজাপ্রাপ্ত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারের জামিন মামলায় সিবিআই’র ভূমিকা সেই প্রশ্নকে আরও বড় করেছে। পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালে চিকিৎসক হত্যায় আসল দোষীদের আড়ালের অভিযোগ যেমন জোরালো রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে দেশের অন্য রাজ্যে সেই অভিযোগই তীব্র বিজেপি’র বিরুদ্ধে। উত্তরাখন্ডে একই অভিযোগে ক্ষোভ বাড়ছে অঙ্কিতা ভান্ডারি হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিতে।
Ankita Bhandari Murder
অঙ্কিতা হত্যায় বিজেপি’র শীর্ষস্তরের নেতাকে আড়ালের অভিযোগ, তীব্র ক্ষোভ উত্তরাখণ্ডে
অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকান্ডে প্রকৃত তদন্তের দাবিতে বিক্ষোভ হচ্ছে উত্তরাখণ্ডের রাস্তায়।
×
Comments :0