Bangladesh MA BABY

সাম্প্রদায়িক শক্তিকে সংযত করতে হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে: বেবি

জাতীয় আন্তর্জাতিক

সাম্প্রদায়িক শক্তিকে সংযত করতে ব্যবস্থা নিতে হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে। হিংসায় যুক্তদের বিরুদ্ধে নিতে হবে আইনি ব্যবস্থা।
মঙ্গলবার এই দাবি জানিয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। সংখ্যালঘুদের বিরুদ্ধে একের পর এক অপরাধে গভীর খেদ জানিয়েছেন তিনি। 
বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি। তার আগে দেশে একাধিক হিংসা হয়েছে। ময়মনসিংহে এক বস্ত্রশ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে গায়ে আগুন দিয়ে হত্যা করে উন্মত্ত ধর্মান্ধ ভিড়। এমন ভিড়তন্ত্রের হামলা চলছে। এর মধ্যে বিভিন্ন ঘটনায় একাধিক সংখ্যালঘুকে হত্যার খবর এসেছে। 
এদিকে মঙ্গলবারই বাংলাদেশে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে এক মুদি ব্যবসায়ী মণি চক্রবর্তীকে (৪০) কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। গত সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনি চক্রবর্তী পার্শ্ববর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা করছিলেন। থাকতেন সুলতানপুর গ্রামে।
গত ডিসেম্বর মাসে অন্তত ৫১ জায়গায় হিংসার খবর মিলেছে। এর মধ্যে হত্যা ১০টি, চুরি ও ডাকাতি ১০টি, বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান-মন্দির ও জমিজমা দখল, লুটপাট ও অগ্নিসংযোগ ২৩টি। মিথ্যা অভিযোগে আটক ও নির্যাতন ৪টি, ধর্ষণ চেষ্টা ১টি, দৈহিক নির্যাতন ৩টি। আক্রান্তদের মধ্যে বড় সংখ্যায় রয়েছেন সংখ্যালঘুরা।
চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেও হিংসা অব্যাহত রয়েছে। এর মধ্যে ২ জানুয়ারি লক্ষ্মীপুরের রামগতিতে সত্যরঞ্জন দাসের ৯৬ শতক জমির ধান জ্বালিয়ে দেওয়া হয়েছে। ৩ জানুয়ারি শরীয়তপুরে কুপিয়ে ও শরীরে আগুন দিয়ে ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে হত্যা করা হয়েছে। 
উল্লেখ্য, সীমান্তের এপারে ভারতেও সংখ্যালঘুদের ওপর আক্রমণ চালাচ্ছে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি। সীমান্তের গায়ে হওয়ায় বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশে ‘হিন্দুদের হত্যা’ নিয়ে গলা তুলছে বিজেপি। কিন্তু এপার বা ওপার, কোথাও সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি তুলছে না আরএসএস’র রাজনৈতিক শাখা। 
পশ্চিমবঙ্গে সিপিআই(এম) যে কোনও জায়গায় ধর্মীয় সাম্প্রদায়িক শক্তির তাণ্ডব এবং ধর্মাশ্রিত রাজনীতির প্রতিবাদে বারবার রাস্তায় নামছে। 
এদিকে বেবি বলেছেন, মাসখানেক আগেই বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক ভিটের ওপর হামলা হয়েছে। শাহজাদপুরে মিউজিয়ামে ভাঙচুর হয়েছে। ছায়ানট, উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠান বা সংবাদমাধ্যমের দপ্তর কেউ রেহাই পায়নি। 
বেবি বলেছেন, বাংলাদেশে ১৯৭১’র মুক্তিযুদ্ধের আদর্শকে রক্ষা করা জরুরি। সমৃদ্ধির পথে এগতে হলে শান্তি জরুরি।

Comments :0

Login to leave a comment