দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে শিশু-সহ ৩ জনের। বুধবার বিকেল সৌয়া চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানার অন্তর্গত বাহাদুরপুর ফরেস্ট এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। মৃতেরা হলেন রোজিনা খাতুন (২৫), রাশিদ শেখ (৬)। আরও এক নিহত বয়স আনুমানিক ৫০ বছর অজ্ঞাতপরিচয় পুরুষের পরিচয় জানা যায়নি। ঘটনায় ৬ জন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে একটি বাস কলকাতার দিকে এবং অন্যটি বহরমপুরের দিকে যাচ্ছিলো। অভিযোগ বহরমপুরগামী বাসটি ভুল লেনে চলছিল। দুটি বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় আশেপাশের মানুষ ছুটে আসে ঘটনাস্থলে। তারাই পুলিশের খবর দিয়ে আহতদের উদ্ধার করতে সাহায্য করে। আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক শিশু-সহ ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই গাড়ি দুটিকে আটক করে ঢুবুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। একটি গাড়ির চালক পলাতক। দুর্ঘটনার পর রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত বেপরোয়া গতি, ও জাতীয় সড়কে নির্মাণকাজের কারণে লেন ভঙ্গের ফলেই দুর্ঘটনাটি ঘটে।
Accident In Nadia
নদীয়ার ধুবুলিয়ায় বাস দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু
×
Comments :0