SFI WB

স্কুলে কম্পোজিট গ্রান্ট কোথায়? জবাব চাইতে ফের বিকাশ ভবনে যাচ্ছে এসএফআই

রাজ্য কলকাতা

বন্ধ হয়েছে প্রায় ৮হাজারেরও বেশি স্কুল। অতিরিক্ত ফি নিতে বাধ্য হচ্ছে স্কুল গুলি। কেননা সরকারের ‘কম্পোজিস্ট গ্রান্ট‘ কমছে প্রতিদিন। কঠিন সমস্যায় ছাত্রছাত্রীরা। বছরে স্কুলে ২৪০ টাকার বেশি নেওয়া যাবে না, এই দাবিতে ফের বিকাশ ভবনে যাবে এসএফআই। বুধবার সাংবাদিক সম্মেলন করে একথাই বলেছেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। গোটা দেশে স্কুল বাঁচাও আন্দোলনের ডাক দিয়েছে এসএফআই।

বুধবার সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন এসএফআই সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি। তিনি বলেন, "এসএফআই কেন্দ্রীয় কমিটি গোটা দেশে স্কুল বাঁচাও আন্দোলন করছে। আমরা দেখতে পাচ্ছি পাঁচ বছরে নয়া জাতীয় শিক্ষানীতি লাগু হওয়ার পর প্রায় ৬৭ লক্ষ ছাত্র-ছাত্রী স্কুলছুট হয়ে গিয়েছে। প্রায় ৭০ হাজার স্কুলে ছাত্র নেই। দেখা যাচ্ছে দেশের বহু স্কুলে শৌচালয় পরিশোধিত পানীয় জল ও বিদ্যুতের সংযোগ পর্যন্ত নেই। মোদি সরকার বলছে বিকশিত ভারত। এটাই কি তাহলে ভারতের বিকশিত অবস্থা? 
দেবাঞ্জন দে বলেছেন যে কম্পোজিট গ্রান্টের টাকা চুরি হচ্ছে। সেই টাকার হিসেব দিতে হবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। ২৪০ টাকার বেশি ভর্তির ক্ষেত্রে নেওয়া যাবে না। এই দাবিতে গোটা রাজ্যজুড়ে আন্দোলন করছে এসএফআই। মঙ্গলবারও মুর্শিদাবাদে ডিআই অফিস ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে কম্পোজিট গ্রান্ট না পাওয়ার জন্য অতিরিক্ত ফি নিতে হচ্ছে। আমরাও প্রত্যেকের কাছে আহ্বান করছি সঠিক সময় এই গ্রান্ট পাওয়ার জন্য বৃহত্তর আন্দোলনে ছাত্র-ছাত্রী শিক্ষক অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষকেও আসতে হবে। আমরা খুব রাড়াতাড়িই ফের বিকাশ ভবন অভিযান করব। আর উত্তর চাইব, কম্পোজিট গ্রান্ট কোথায়?

Comments :0

Login to leave a comment