কালো চিতাবাঘের পর এবার পাহাড়ি জঙ্গলে দেখা মিললো কালো হরিণের। বৃহস্পতিবার সকালে কার্শিয়াঙ বনবিভাগের ডাউহিল জঙ্গলে কালো হরিণ ঘুরে বেড়ানোর দৃশ্যদেখতে পেয়েছেন ডিএফও। সেই দৃশ্য নিজস্ব ক্যামেরায় ক্যামেরাবন্দী করেছেন কার্শিয়াঙ বনবিভাগের ডিএফও দেবেশ পান্ডে। এই প্রথমবার কালো হরিণ প্রকাশ্যে দেখা গেছে বলে বনদপ্তরের দাবি।
বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, এই হরিণ মূলত বার্কিং ডিয়ার প্রজাতির। কালো গায়ের রঙ হওয়ায় মেলানিস্টিক হরিণও বলা হয়ে থাকে। প্রায় ১০ লক্ষ হরিণের মধ্যে একটি কালো হরিণের জন্ম হয়ে থাকে। সারা দেশে হাতে গোনা কালো হরিণ আছে। জেনেটিক ত্রুটির কারণে গায়ে কালো রঙের পরিমান বেড়ে গিয়ে সম্পূর্ণ কালো হরিণের মতো দেখায়। রঙ কালো হওয়ায় মেলানিস্টিক হরিণও বলা হয়ে থাকে। গবেষনায় কালো হরিণের অস্তিত্বের কথা বলা হয়েছিলো। তবে পশ্চিমবঙ্গে এই প্রথম পাহাড়ের জঙ্গলে কালো হরিণের খোঁজ মিলেছে বলেই জানা যাচ্ছে। কালো হরিণের দেখা পাওয়ার পরেই চোরাশিকারিদের নজর থেকে বাঁচানোর জন্য গোটা পাহাড়ি জঙ্গলে বনদপ্তরের নজরদারি আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। গত বছর ডাউহিল, বাগোরা ও মিরিকের পাহাড়ি জঙ্গলে কালো চিতাবাঘ বা মেলানিস্টিক লেপার্ডের দেখা মিলেছিলো। এবছরের শুরুতেই কালো হরিণের দেখা মেলায় উচ্ছ্বসিত বনদপ্তর।
কার্শিয়াঙ বনবিভাগের ডিএফও দেবেশ পান্ডে বলেন, এটা একটা সুখবর। এই ধরনের হরিণের জন্ম খুব কম হয়। আগে একাধিকবার কালো চিতাবাঘের দেখা মিলেছে। কিন্তু এই প্রথম রাজ্যে পাহাড়ি জঙ্গলে কালো হরিণের দেখা পাওয়া গেলো। গোটা জঙ্গলে সুরক্ষা ব্যবস্থা ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
Rare Black Deer
কালো হরিণের দেখা মিললো পাহাড়ি জঙ্গলে
×
Comments :0