এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘‘নয়া শিক্ষা নীতির নাম করে নরেন্দ্র মোদীর সরকার গোটা দেশের শিক্ষা ব্যবস্থাটাকে আদানি, আম্বানিদের হাতে তুলে দিতে চাইছে। ধর্মে ধর্মে ভাগ করে মানুষকে ভুলিয়ে রাখতে চাইছে। আমরা এসএফআই প্রথম থেকেই বলে এসেছি সবার জন্য শিক্ষা চাই এবং শিক্ষান্তে কাজ চাই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে যেই সব ছাত্র ছাত্রীরা এগিয়ে এসেছেন তাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।’’
রাজ্য সরকারের সমালোচনাও শোনা যায় ছাত্র নেতার মুখে। তিনি বলেন, ‘‘কেন্দ্রের যেই নয়া শিক্ষানীতি তাকে মেনে নিয়েই রাজ্য সরকার একটা শিক্ষানীতি তৈরি করেছে। কিছু আলাদা নেই, শুধু নামটাই আলাদা। রাজ্যের আট হাজারের বেশি স্কুল আজ বন্ধ হতে যাচ্ছে। শিক্ষক নেই। মিড-ডে-মিলের চাল চুরি হচ্ছে, স্কুলের ছাদ ভেঙে পড়ছে। কলেজে কলেজে তোলাবাজি। এসএফআই বলছে এই সরকারকে উৎখাত করতে হবে। সাধারণ ছাত্র ছাত্রীরা আমাদের এই কথাকেসমর্থন জানিয়ে এগিয়ে এসেছেন।’’
Comments :0