Shahjahan seikh

এখনই মামলায় যুক্ত হতে চায় না শাহজাহান, আদালতে জানালো তার আইনজীবী

রাজ্য

সোমবার ফেরার শাহজাহান হাই কোর্টের কাছে আবেদন করেছিল তাকে সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলা মামলায় যুক্ত করার জন্য। মঙ্গলবার ওই ফেরার তৃণমূল নেতার আইনজীবী আদালতের কাছে জানালেন যে এখনও মামলায় যুক্ত হতে চাননা শাহজাহান। তবে আদালত যদি মনে করে তবে তাকে তারা মামলায় যুক্ত করতে পারে। 

গত ৫ জানুয়ারি বেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি তল্লাসির জন্য যায় ইডি আধিকারিকরা। তাদের দাবি বাড়ির ভিতর থেকে শাহজাহান তার লোকেদের নির্দেশ দেয় তাদের ওপর আক্রমণ করার। সেই ঘটনায় আহত হন কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার আধিকারিকরা। গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। যদিও সেদিনের পর থেকে ফেরার শাহজাহান। এখনও তার কোন খোঁজ পাওয়া যায়নি।

সেদিনের ঘটনাকে কেন্দ্র করে তিনটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলা করা হয়েছে শাহজাহানের বাড়ির লোকেদের পক্ষ থেকে। একটি রাজ্য পুলিশের পক্ষ থেকে এবং অন্যটি ইডির পক্ষ থেকে। 

Comments :0

Login to leave a comment