লোকসভা ভোটের আগে দক্ষিণের এই রাজ্যে ‘অপারেশন লোটাস’ চালানোর চেষ্টা করছে বিজেপি, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অভিযোগ। একটি সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিজেপি ক্ষমতাসীন কংগ্রেসের বিধায়কদের ৫০ কোটি টাকার প্রস্তাব দিয়েছে।
তিনি বলেন, ‘গত এক বছর ধরে তারা আমার সরকারকে ভাঙার চেষ্টা করছে। আমাদের বিধায়কদের ৫০ কোটি টাকা অফার করা হয়েছিল। যদিও তারা চেষ্টা করে ব্যর্থ হয়েছে,’ বলেন সিদ্দারামাইয়া।
কংগ্রেস নেতৃত্বাধীন সরকার লোকসভায় খারাপ ফল ভোটের পরে রাজ্যে তাদের পতন সহজ হবে কিনা জানতে চাওয়া হলে সিদ্দারামাইয়া তা কড়া ভাষায় উড়িয়ে দেন।
‘‘সম্ভব নয়। আমাদের বিধায়করা ছাড়বেন না। একজন বিধায়কও আমাদের দল ছাড়বেন না,’’ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সিদ্দারামাইয়া আরও জোর দিয়ে বলেন যে তাঁর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার তার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবে।
যদিও, বিজেপি সাংসদ এস প্রকাশের সাথে যোগাযোগ করা হলে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর সমস্ত অভিযোগ অস্বীকার করে এটিকে ‘‘দুর্ভাগ্যজনক’’ বলে অভিহিত করেন।
Comments :0