Sujay Bhadra

সিবিআই নোটিশ যায়নি, দাবি 'কালিঘাটের কাকুর'

রাজ্য

হাজিরা দেওয়ার নোটিশ পেয়েই হাজিরা দিতে এসেছিলেন সুজয় ভদ্র। প্রায় ঘন্টা নিজাম প্যালেসে থাকার পর বাইরে এসে সুজয় ভদ্র দাবি করলেন যে তাঁর কাছে কোন নোটিশ যায়নি সিবিআইয়ের পক্ষ থেকে।

মঙ্গলবার রাতে সিবিআইয়ের পক্ষ থেকে কালিঘাটের কাকুর কাছে নোটিশ যায় হাজিরা দেওয়ার জন্য। সেই মতো উকিল নিয়ে সকাল ১১টার আগেই নিজাম প্যালেসে চলে আসেন তিনি। তারপর শুরু হয় জিঞ্জাসাবাদ।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তাপস মণ্ডল প্রথম কালিঘাটের কাকুর কথা সমানে আনেন। তিনি দাবি করেন ধৃত কুন্তল ঘোষের কাছে সুজয় ভদ্রর কথা তিনি প্রথম শোনেন। তৃণমূল কর্মী সুজয় ভদ্র অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের কোম্পানিতে কাজ করেন। 

Comments :0

Login to leave a comment