sukanta bhattacharya

কবি সুকান্ত ভট্টাচার্যকে স্মরণ

জেলা

sukanta bhattacharya


প্রতিকৃতিতে মাল্যদান, কবিতা পাঠ,সঙ্গীত পরিবেশন, মনোজ্ঞ আলোচনার মধ্য দিয়ে মঙ্গলবার বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন পালন করা হয়। পশ্চিম বঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও ভারতীয় গণনাট্য সংঘের যৌথ উদ্দোগে কবি সুকান্তের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন। 
বুধবার রায়গঞ্জ শহরের দেবীনগরে অবস্থিত কবি সুকান্তের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন প্রতিষ্ঠাতা সদস্য সুশান্ত মণ্ডল। প্রিয়রঞ্জন পাল, সুজিত গোস্বামী, ভানু কিশোর সরকার, কৃষ্ণা সেনগুপ্ত, অর্পিতা সরকার, সুজিত বোষ, রমেশ রায়, অনিতা দাস, সুজিত বোষ প্রতিকৃতিতে মাল্যদান করেন। সংক্ষিপ্ত সভায় প্রিয়রঞ্জন পাল বলেন, বাংলার ক্যালেন্ডার অনুয়ায়ী এবছর সংক্ষিপ্ত অনুষ্ঠান হলেও আগামী বর্ষ থেকে আরও অনেক মানুষকে সঙ্গে নিয়েই অনুষ্ঠান হবে। সমাজ বদলের ভাবনায় কবি সুকান্ত ভট্টাচার্য নানাবিধ কবিতা গান দেশজুড়ে সমাদৃত তা ব্যাখা করে বক্তব্য রাখেন ভানু কিশোর সরকার।



এদিন ভারতীয় গণনাট্য সঙ্ঘের কালনা শাখার উদ্যোগে কালনা পূর্ণচন্দ্র পাল পাঠকেন্দ্রে সুকান্তকে নিয়ে আলোচনা করেন স্বপ্নেশ গুপ্ত, অলোক রায় প্রমুখ।

Comments :0

Login to leave a comment