Kejriwal

সুপ্রিম কোর্টের খারিজ কেজরিওয়ালের দ্রুত শুনানির আবেদন

জাতীয়

সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেলো কেজরিওয়ালের দ্রুত শুনানির আবেদন। আবগারি দুর্নীতি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মামলার শুনানি এখনই হবে না বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্তকারি সংস্তা ইডিকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ২৪ এপ্রিল মামলার আবেদন করার জন্য। সেই ক্ষেত্রে আগামী ২৯ এপ্রিল মামলার শুনানির হওয়ার সম্ভাবনা আছে বলে জানা গিয়েছে। 

গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। আজ তার বিচার বিভাগীয় হেপাজতের মেয়াদ শেষ হচ্ছে। এর আগে দিল্লি হাই কোর্টে কেজরিওয়াল জামিনের আবেদন করলে হাইকোর্ট তা খারিজ করে দেয়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আপ প্রধান, সেখানে তার পক্ষ থেকে দ্রুত শুনানির আবেদন করা হয়। 

কেজরিওয়াল এবং তার দলের দাবি মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। যদিও এই মামলায় দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া এখনও জেলে আছেন। 

Comments :0

Login to leave a comment