নদীয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস কর্মী ও তাদের পরিবারের সদস্যদের উপর এলোপাথাড়ি গুলি চালালোর অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রথমে কংগ্রেস কর্মীদের বাড়ি ঘিরে ফেলে তার পর এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। ঘটনায় তিন মাসের শিশু সহ ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিন শিশু ও পাঁচজন মহিলা রয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে নদীয়ার নাকাশিপাড়া থানার গোবিপুরে। অভিযোগ বোমা , বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা।
আহতদের নিয়ে নদীয়ার বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে সেখান থেকে অবস্থার অবনতি হলে শক্তি নগরের স্থানান্তরিত করা হয়।
অভিযোগ হরনগর পঞ্চায়েত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছাপ্পা ভোট করে সেখানে জিতেছে। গ্রামবাসিরা সেই সময় বাধা দেওয়ার চেষ্টা করেছিল। সেই আক্রোশ থেকেই সন্ত্রাস নামিয়ে আনা হয়েছে।
আহতদের পরিবারের অভিযোগ, রাতে তাদের বাড়িতে পরপর গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। স্থানীয় মানুষ বোমা গুলির শব্দে ঘটনাস্থলে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
Comments :0