Minor abused

যৌন নির্যাতনের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

রাজ্য জেলা

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে আসম লিঙ্ক রোড অবরোধ ত্রিবেনী কালিতলায়। মগড়া থানার পুলিশ অভিযুক্তের ভাইকে ধরে নিয়ে আসতে গেলে পুলিশের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, মারধোর। অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা বলে পরিচিত ও তৃনমূলের ২১ ওয়ার্ডের সম্পাদক। 

মগড়ার পলাশপুর এলাকার ৯ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে অরুন ধরের (নান্টু) বিরুদ্ধে। লজেন্সের লোভ দেখিয়ে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার নান্টুর ভাই অনুপ ধর (পিন্টু)  নির্যাতিতার পরিবারকে হুমকি দেয় বলে অভিযোগ। এরপরেই পিন্টুকে গ্রেফতারের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে এলাকার বাসিন্দারা। পিন্টুর বাড়ির সামনেও চলে বিক্ষোভ। মগড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিন্টুকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার উপর ঝাঁপিয়ে পরে মারধোর শুরু করে উত্তেজিত জনতা। যদিও পুলিশ জনতার রোষ থেকে তাকে নিয়ে চলে যায়। 

Comments :0

Login to leave a comment