নিজের জমি রক্ষা করতে গিয়ে দলের অন্য গোষ্ঠির হাতে খুন তৃণমূল কর্মী। অভিযোগ অন্তত এমনটাই। মৃত তৃণমূল কর্মীর নাম সিরাজুল মোল্লা(৩২)। জমি দখলকে কেন্দ্র করে বিবাদের জেরে এই খুন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বসিরহাট পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের হরিশপুর চরপাড়া এলাকার ঘটনা।
অভিযোগ, গত ৮ দিন আগে তৃণমূল কর্মী সিরাজুল মোল্লা তাঁর জমিতে বাড়ি করার জন্য ভিত খননের কাজ শুরু করেন। কিন্তু এলাকার কিছু তৃণমূলের লোকজন সেই জমিতে তৃণমূলের দলীয় পতাকা পুঁতে দখল করার চেষ্টা করে। অভিযোগ সিরাজুল তৃণমূলের ফ্লাগ খুলতে গেলে তাঁকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সিরাজুল। এরপর পরিবারের লোকজন এবং স্থানীয়রা সিরাজুলকে উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতাল এবং পরে মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সোমবার রাতে সিরাজুলের মৃত্যু হয়। এলাকার তৃণমূল কর্মী ফিরোজ ও রবিউলের বিরুদ্ধে অভিযোগ। বসিরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তন্ময় দফাদার তৃণমূলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এই ঘটনার সাথে তৃণমূলের কোন যোগ নেই। পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। যে দলেরই হোক তারা সাজা পাক।
Basirhat
তৃণমূলীদের হাতে খুন তৃণমূল কর্মী
×
Comments :0