Islampur Shootout

ডালখোলার পর ইসলামপুর, উত্তর দিনাজপুরে ফের শ্যুটআউট!

রাজ্য

Islampur Shootout


ডালখোলার পর ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের কাপরাঙ্গা গ্রামে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ দেখা যায়। ঘটনায় তৃণমূলের সমর্থক গুলি বিদ্ধ হন। অভিযোগ চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের অনুগামীরা গুলি চালায়। অভিযুক্তরা চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের অনুগামী বলে পরিচিত। গুলিবিদ্ধ দুইজনকেই গুরুতর অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে। এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।


সূত্রের খবর, ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল গোষ্ঠীর সঙ্গে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান গোষ্ঠীর বিবাদ চলছে। পঞ্চায়েত দখলের লক্ষ্যে কানাইয়া গোষ্টীর দুই পঞ্চায়েত সদস্যকে অপহরণ করা হয়েছিল। তারা বৃহস্পতিবার গোপন ডেরা থেকে পালিয়ে আসে। পুলিশ তাদের ছেড়ে দেবার পর তারা দলীয় কর্মীদের নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুস্কৃতিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন মজিবুল হক এবং মজরুল হক। তবে এবিষয়ে হামিদুল গোষ্ঠীর কোন নেতার মতামত জানা যায় নি।

Comments :0

Login to leave a comment