MD SALIM ELECTION

সুস্থ ভবিষ্যতের লক্ষ্যে বাম, সমর্থিত প্রার্থীদের জয়ী করুন, আহ্বান সেলিমের

রাজ্য

ছবি সংগ্রহ থেকে।

‘‘রাজনীতিতে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হচ্ছে। নির্বাচনী বন্ডে রাজনীতিতে টাকার লেনদেন অবাধ করা হয়েছে। ওষুধ, জ্বালানি, খাদ্যের দাম বাড়ছে। দুষ্কৃতী যোগে ভোট লুট হচ্ছে। মারামারি হচ্ছে। এর বিকল্প প্রয়োজন নতুন প্রজন্মের সুস্থ ভবিষ্যতের জন্যই। তার জন্য বামফ্রন্ট এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীদের ভোট দিন।’’
বুধবার কলকাতায় মুজফ্‌ফর আহমদ ভবনে সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছেন, ‘‘কর্পোরেট-সাম্প্রদায়িক আঁতাত অঢেল টাকার জোগান দিচ্ছে রাজনীতিতে। দুর্নীতিগ্রস্তদের ব্যবহার করছে। এই বোঝাপড়ায় বাঁধ, সেতু অকেজো হচ্ছে নয় দুর্ঘটনা প্রবণ হচ্ছে। আরেকদিকে ওষুধ, জ্বালানি, খাদ্যের দাম বাড়ছে।
নিম্নমানের ওষুধ নির্মাতা সংস্থা বা উত্তরাখণ্ডের সিলকিওয়ারায় ভেঙে পড়া সুড়ঙ্গের নির্মাতা সংস্থা নির্বাচনী বন্ডেই টাকা দিয়েছে, বেশিরভাগই বিজেপি-কে। সিপিআই(এম)’র লড়াইয়েই দেশবাসীর সামনে এসেছে এই তথ্য। 
বুধবারই বালুরঘাটে সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনে দেশের অভাবনীয় উন্নতির দাবি করেছেন। সেই দাবির কড়া সমালোচনা করেন সেলিম।

তিনি বলেন, ‘‘দেশের মানুষের এমন অবস্থা যে ভবিষ্যতের জন্য আর কিছু রেখে যেতে পারছেন না দেশবাসী। সঞ্চয় তলানিতে। দেশে কখনও সঞ্চয়ের অনুপাত এত কম হয়নি। আর এদিকে বিরাট সাফল্যের প্রচার করছে বিজেপি।’’
সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে দেশে মোট জাতীয় উৎপাদনের ৪০ শতাংশে পৌঁছেছে গার্হস্থ্য ঋণ। আর সঞ্চয় নেমেছে ৫ শতাংশে, দেশে অতীতে কখনও এত কমেনি সঞ্চয়ের হার।
সমীক্ষার ফলাফল দেখিয়ে এই ভাষাতেই বিজেপি এবং প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন সেলিম। সিপিআই(এম) রাজ্য সম্পাদক বললেন, ‘‘রাজ্যেও স্বল্প সঞ্চয় কমে যায় তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর। বামফ্রন্ট সরকারের সময় স্বল্প সঞ্চয়ে দেশের শীর্ষে থেকেছে পশ্চিমবঙ্গ। তার বদলে সেই টাকা জমা হয় চিট ফান্ডে।’’
সেলিম বলেন, ‘‘এই চিট ফান্ডের টাকা আবার ঢুকেছে তৃণমূলের তহবিলে। নির্বাচনী বন্ডে যেমন নিজেদের তহবিল ভরতে দেখা গিয়েছে বিজেপি, তৃণমূলকে। আরেকদিকে মানুষের সঞ্চয় কমছে, ফলে কমছে বিনিয়োগ। বিনিয়োগ কমায় কমে যাচ্ছে কর্মসংস্থানও। আর মোদী প্রচার করছেন অর্থনীতিতে বিরাট সাফল্যের।’’

Comments :0

Login to leave a comment