আগামী বুধবার ভারতীয় সময় ভোর ৫:৩০টায় ' সুপারক্লাসিক অফ দ্যা আমেরিকাস ' এ মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিল। বুয়েন্স আইরেসের মাস মনুমেন্টাল স্টেডিয়ামে নামবে দুই দল। মেসি বনাম ভিনিসিয়াসের লড়াই দেখবে ফুটবল বিশ্ব। এখনও পর্যন্ত মোট ৪৬টি ম্যাচে ব্রাজিল জয় পেয়েছে। ৪২টি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। এই গ্রুপে ১৩ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন মেসিরা। সমসংখ্যক ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ফলে লড়াই বেশ হাড্ডাহাডি হতে চলেছে। অন্যান্য ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে ( রাত ১:৩০ টায় ), চিলি বনাম ইকুয়েডর ( ভোর ৫:৩০টায় ), ভেনেজুয়েলা বনাম পেরু ( ভোর ৫:৩০টায় ), কলম্বিয়া বনাম প্যারাগুয়ে ( ভোর ৫:৩০টায় ) , ।
world cup qualifiers CONMEBOL
বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচে ব্রাজিল বনাম আর্জেন্টিনা

×
Comments :0