youth Injured

হাওড়ার চিনা মাঞ্জায় গলা কেটে জখম যুবক

জেলা

ফের বিপজ্জনক চিনা মাঞ্জায় গলা কেটে মারাত্মক জখম হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ায়। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে। জখম যুবকের নাম অয়ন দাস (২৭)। বাড়ি হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার সমবায় পল্লিতে। এদিন তিনি জালান কমপ্লেক্সের দিকে বাইক নিয়ে যাবার সময় বাঁকড়ার কাছে ঘটনাটি ঘটে। আহত যুবককে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
বিশ্বকর্মা পুজো মানেই আকাশে ঘুড়ির ঝাঁক। আর এই ঘুড়ি ওড়াতে চিনা মাঞ্জা বা নাইলন সুতো ব্যবহার মরণ ফাঁদে পরিণত হয়। কয়েক বছর ধরে চিনা মাঞ্জার দাপটে বেড়েছে। তাতে পথচারী ও বাইক আরোহীরা দুর্ঘটনার কবলে পড়ছেন। প্রশাসনের তরফে এই সুতো নিষিদ্ধ করা হলেও নিষেধ উপেক্ষা করেই চলছে চিনা মাঞ্জা’র ব্যবহার। ঘুড়ির সুতোয় বিগত দিনে দুর্ঘটনা ঘটেছে রাজ্যের একাধিক প্রান্তে। 
 

Comments :0

Login to leave a comment