শুক্রবার আফগান সীমান্তের কাছে একটি চেকপোস্টে হামলায় দশ পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে। হামলার দায় স্বীকার করেছে তালিবান।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় এই হামলার ঘটনা ঘটে। প্রায় ২০ থেকে ২৫ জন একটি পুলিশ সহায়তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় বলে এদিন পাকিস্তানের একজন গোয়েন্দা আধিকারিক নাম প্রকাশে অনিচ্ছুক সংবাদ সংস্থাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রায় এক ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে গোলাগুলি চলে। তালিবানের এই হামলায় সীমান্ত রক্ষী পুলিশের ১০ জন সদস্য মারা যান এবং আরও সাতজন আহত হন।
আফগান সীমান্ত থেকে ৪৩ কিলোমিটার দূরে অবস্থিত ওই পুলিশ চেক পোস্টে হামলার দায় স্বীকার করে সংবাদ সংস্থার কাছে একটি বিবৃতি পাঠায় তেহরিক-ই-তালিবান (টিটিপি) বা পাকিস্তানি তালিবান নামের জঙ্গি সংগঠন।
তাদের নেতা উস্তাদ কুরেশিকে হত্যার বদলা নিতেই এই হামলা বলে জানিয়েছে ওই সংগঠনটি।
TALIBAN PAKISTAN
পাকিস্তানে তালিবান হামলায় নিহত ১০ পুলিশ
×
Comments :0