AFC Asian Qualifiers

শিলংয়ে সুনীল বনাম হামজার লড়াই

খেলা

AFC-Asian-Qualifiers-INDIA-vs-BANGLADESH football

মঙ্গলবার বড় পরীক্ষা ভারতীয় দলের। শিলংয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামবে সুনীলরা। মালয়েশিয়ার বিরুদ্ধে সুনীল খেললেও অবসর ভেঙে তার বেরিয়ে আসার পর এটিই তার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। অন্যদিকে বাংলাদেশ দলে নামবেন লেস্টারের হয়ে এফএ কাপ কাপ , কমিউনিটি শিল্ড জয়ী হামজা চৌধুরী। এই দুই তারকার লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে ফুটবলপ্রেমীরা। বর্তমানে ভারতের র্যাংকিং ১২৬ এবং বাংলাদেশের ১৮৫। এখনও অব্দি এই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে মোট ২৮বার খেলা হয়েছে। যার মধ্যে ১৪বারই জিতেছে ভারত। ফলে সবদিক থেকেই পাল্লাভারী ভারতেরই। কিন্তু আগেকার বাংলাদেশ দল আর এখনকার দলের মধ্যে রয়েছে অনেক পার্থক্য। দলে হামজার মতো ফুটবলারের অন্তর্ভুক্তিতে শক্তিশালী হয়েছে তারা। ভারতকে হারানোর স্বপ্নে বিভোর হয়ে রয়েছেন বাংলাদেশের  সমর্থকরা। মালয়েশিয়াকে হারিয়ে টগবগিয়ে ফুটছেন সুনীল , লিস্টনরা। মানালো দেশের সব সেরা ফুটবলারদেরকে নিয়েই দল গড়েছেন। গোলে অনেক পরে হলেও সুযোগ মিলেছে বিশালের। গত ম্যাচে বেশ দক্ষতার সঙ্গেই গোলদুর্গ রক্ষা করেছিলেন তিনি। তাই সবমিলিয়ে মঙ্গলবারের এই ম্যাচ যথেষ্টই রোমাঞ্চকর হতে চলেছে। খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ ( ৪-২-৩-১ ) - বিশাল , রাহুল ভেকে , সন্দেশ , শুভাশীষ ভালপুইয়া , আপুইয়া , আয়ুষ , ফারুখ , নাওরেম মহেশ , লিস্টন , সুনীল।

বাংলাদেশ সম্ভাব্য প্রথম একাদশ ( ৪-৩-৩ ) - মিতুল , শাকিল ,তপু , ইসা , হামজা , মহম্মদ হৃদয় , জামাল ভূঁইয়া , আল আমিন , রাকিব এবং শাহানির।  

 

Comments :0

Login to leave a comment