বুধবার ভোরে ব্রাজিলকে ৪-১ গোলে পর্যদুস্ত করল আর্জেন্টিনা। বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে বুয়েন্স আইরেসের মাস মনুমেন্টাল স্টেডিয়ামে জিতল আর্জেন্টিনা।৪ মিনিটে গোল করেন জুলিয়ান আলভারেজ। ১২ মিনিটে এঞ্জো ফার্নান্দেজ। ম্যাথু কুনহা ২৬ মিনিটে ব্রাজিলের হয়ে ব্যাবধান কমালেও। ৩৭ মিনিটে ম্যাক আলেস্টার গোল করে ব্যাবধান বাড়ান।৭১ মিনিটে শেষ গোল সিমিওনের। এছাড়াও কনমেবল ( দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন ) বিভাগের অন্যান্য ম্যাচে বলিভিয়া বনাম উরুগুয়ে এবং চিলি বনাম ইকুয়েডরের ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হয়েছে। পেরুকে ১-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলা।
WORLD CUP QUALIFIERS CONMEBOL
ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

×
Comments :0