indian premier league

পেটের ভাত জোটাতে আম্পায়ারিংও করেছেন দিল্লির ধামাকা ব্যাটার আশুতোষ

খেলা

Ashutosh quit cricket and took up umpiring to make ends meet

আইপিএল একটা অদ্ভুত মঞ্চ। বিনোদনের ক্রিকেট লিগে এমন অনেক তারকা রয়েছেন, যাঁদের নিয়ে ভূ-ভারতে কেউ কোনওদিন কিছু ভাবেইনি। কিন্তু তাঁরাই কিছু ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স করে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে স্থান করে নিয়েছেন।
তেমনি বলা যেতে পারে দিল্লি ক্যাপিটালসের গত ম্যাচের ইমপ্যাক্ট ব্যাটার আশুতোষ শর্মা। তিনি যখন উইকেটে এসেছিলেন, সেইসময় দিল্লির স্কোর ৬৬/৫। ম্যাচ জিততে দিল্লির প্রয়োজন পাঁচ ওভারে ৬২ রান। সবাই ভেবে নিয়েছিল ম্যাচটি জিতে যাবে লখনউ। কিন্তু আশুতোষ দেখিয়ে দিয়েছেন জয়ের ইচ্ছেশক্তি থাকলে কোনওকিছুই অসম্ভব নয়। 
মধ্যপ্রদেশের রাতলামে জন্ম নেওয়া এই ব্যাটার একটা সময় নিজের শহর ছেড়ে ইন্দোরে চলে এসেছিলেন। একটাই শখ ছিল, বড় ক্রিকেটার হতে হবে। ২০১৯ সালে রঞ্জিতে সাড়া জাগিয়ে শুরু করেছিলেন ডাবল সেঞ্চুরি করে। তারপর ক্রমে হারিয়ে যেতে থাকেন। মাঝের তিনবছর পেটের ভাত জোটাতে ক্রিকেটে আম্পায়ারিংও করেছেন। ২০২৩ সালে রেলের হয়ে রঞ্জিতে খেলতে নেমে তাক লাগিয়ে দেন। টি ২০ মুস্তাক আলি ক্রিকেটে দ্রুততম ১১ বলে ৫০ রান করে নজির গড়েন। তারপর ২০ লাখ টাকায় পাঞ্জাব কিনেছিল আইপিএলে।
এবার দিল্লিতে এসে নিজের জাত চেনাচ্ছেন। তিনি বরাবরই বিগহিটার। ৩২টি টি-২০ ম্যাচে ছয় মেরেছেন ৬১টি। সেদিনও শেষ ১১ বলে পাঁচটি ছক্কা মেরে দলকে কঠিন ম্যাচে জিতিয়েছেন। বাকি ম্যাচেও আশুতোষের দিকে সকলের নজর থাকবে বলাই যায়।

Comments :0

Login to leave a comment