Kolaghat Thermal Power Station

ভেঙে ফেলা হলো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ২টি চিমনি

রাজ্য

ভেঙে ফেলা হলো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ২টি চিমনি। ৭০০ মিটার দীর্ঘ এক ও দুই নম্বর চিমনি অপ্রয়োজনীয় হয়ে পড়েছিল। তাই ডিনামাইট দিয়ে ভেঙে ফেলা হলো ওই দুটি চিমনি। আগে মোট ৬ টি চিমনি ছিল বর্তমানে সেই সংখ্যা ৪ টি তে এসে দাঁড়িয়েছে।

বিদ্যুৎ দপ্তরের নির্দেশে এই ভেঙে ফেলার হয়। রাজ্যে বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় ১৯৮৪ সালে কোলাঘাট তাপবিদ্যুৎ স্থাপিত হয়। ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট নিয়ে কেন্দ্রটি প্রথম চালু হয়েছিল। অপ্রয়োজনীয় হয়ে পড়ার জন্য ভেঙে ফেলা হলো। 

Comments :0

Login to leave a comment