Indian Super League

সেমিফাইনালে সুনীলরা

খেলা

BFC VS MCFC ISL PLAYOFF MATCH 1

আইএসএলের প্রথম সেমিফাইনালে জায়গা করে নিলো বেঙ্গালুরু এফসি। মুম্বই সিটি এফসিকে তারা হারাল ৫-০ গোলে। গোল করেছেন সুরেশ ( ৯ মিনিট) , এডগার মেন্ডেজ ( ৪২ মিনিট) , উইলিয়ামস ( ৬২ মিনিট) সুনীল ( ৭৬ মিনিট) , পেরেরা ডিয়াজ ( ৮৩ মিনিট)। আগামী রবিবার দ্বিতীয় প্লে অফের ম্যাচে মুখোমুখি হবে নর্থইস্ট ও জামশেদপুর। প্রথম সেমিফাইনালের প্রথম পর্বে কান্তিরাভায় বেঙ্গালুরু খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে। আগামী ২এপ্রিল।

Comments :0

Login to leave a comment