‘রঘুপতি রাঘব রাজা রাম’ গাইছিলেন লোকগীতি গায়িকা দেবী। প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিজেপির অন্যতম শীর্ষ নেতা প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর জন্ম দিন পালন করা চলছিল পাটনায়। ভজনের সুরে ‘ঈশ্বর আল্লাহ তেরো নাম’ গাইতেই আপত্তি শুরু হয়ে গেল সভাঘরে। গায়িকাকে প্রায় ঠেলে সরিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা অশ্বিনী চৌধুরী মাইক কেড়ে নিলেন। স্লোগান দিতে শুরু করলেন জয় শ্রীরাম।
ঘটনার জেরে গান বন্ধ করে কার্যত ক্ষমা চাইতে হল গায়িকাকে। রুষ্ট বিজেপি কর্মী সমর্থকদের জন্য তাকে বলতে হলো যে কাউকে আঘাত করা উদ্দেশ্য ছিল না।
২৫ ডিসেম্বরের ঘটনা। ঘটনার কড়া নিন্দা করে বৃহস্পতিবার মুখ খোলেন আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। তিনি বলেন নিতিশ কুমার এর সঙ্গীরা গান্ধীজীর প্রিয় ভজন শুনতে নারাজ। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দেখুন কারা তাঁর সঙ্গী।
চলতি মাসেই সংসদের শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় আম্বেদকর কে ঘিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহের মন্তব্যে সারা দেশে পড়ে গিয়েছে তোলপাড়। এবার একেবারে সরাসরি গান্ধীজীর প্রিয় ভজন ও মঞ্চে উঠে থামিয়ে দিল বিজেপির নেতা ও কর্মীরা।
লালু প্রসাদ বিজেপিকে দায়ী করেছেন নারী বিদ্বেষী মানসিকতার জন্যও। তার মন্তব্য রামের সঙ্গে সীতার নাম বলাতেও আপত্তি আছে বিজেপি’র। সমাজের ৫০ শতাংশ মানুষকে অপমান করেছে বিজেপি।
সোশ্যাল মিডিয়ায় পার্টনায় ‘হাম অটল রহেঙ্গে’ শীর্ষক অনুষ্ঠানের ভিডিও প্রকাশও হয়ে পড়েছে। সেই ভিডিওর কারিগরি সত্যতা ‘গণশক্তি’ যাচাই করেনি। তবে ভিডিওতে স্পষ্টই দেখা যাচ্ছে ‘রঘুপতি রাঘব রাজা রাম’ গাইছেন গায়িকা। ‘ঈশ্বর আল্লাহ তেরো নাম’ গাওয়ার কিছু পরেই সভা ঘরে শুরু হয়েছে গোলমাল। মঞ্চে আসীন অনুষ্ঠানের আয়োজকদের গায়িকার পিছনে জড়ো হয়ে বলাবলি করতে দেখা যাচ্ছে। তারপর অশ্বিনী চৌবে গায়িকাকে প্রায় সরিয়ে মাইকের দখল নিচ্ছেন। ভজনে আপত্তি কোথায় স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছেন এরপরই। স্লোগান তুলছেন ‘জয় শ্রীরাম’।
সংশ্লিষ্ট বহু অংশই যদিও মনে করিয়ে দিচ্ছেন যে মোহনদাস করমচাঁদ গান্ধীর সাম্প্রদায়িকতা বিরোধী অবস্থান কোনদিনই মেনে নেয়নি আরএসএস। রাজনৈতিক প্রচারের প্রয়োজনে গান্ধীজীকে সামনে রেখে প্রচার করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু ধর্মীয় বিদ্বেষের অবস্থান থেকে এতোটুকুও সরেনি বিজেপি বা আরএসএস। পাটনার ঘটনায় তা প্রমাণ হয়েছে।
Patna Ishwar Allah BJP
‘ঈশ্বর আল্লা তেরো নাম’ গাইতেই গায়িকাকে থামিয়ে দিল বিজেপি
×
Comments :0