বইকথা
নাসিরুদ্দিনের গল্পে কৌতুক,মিথ ,সংলাপ নির্মাণ এর বর্ণিল উদ্ভাস
সৌরভ দত্ত
নাসিরুদ্দিন শৈশবের গল্পগাথায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন। ছেলেবেলায় নাসিরুদ্দিনের বই পড়ে মুগ্ধ হয়নি এমন পড়ুয়া খুঁজে পাওয়া দুষ্কর। আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত নাসিরুদ্দিনের গল্প। সত্যজিৎ রায়ের সম্পাদনায়। বইটির প্রচ্ছদ ও অলংকরণ সত্যজিৎ রায়ের। ভূমিকায় সম্পাদক বলেছেন–“নাসিরুদ্দিনের নামে অনেক গল্প প্রায় হাজার বছর ধরে পৃথিবীর নানান দেশে লোকের মুখে ছড়িয়ে পড়েছে।” বইয়ের প্রথম গল্পে দেখা যায়–“এক সন্ধ্যায় নির্জন রাস্তা দিয়ে যেতে যেতে নাসিরুদ্দিন কয়েকজন ঘোড়সওয়ারকে এগিয়ে আসতে দেখে প্রমাদ গুনল।” অন্য একটি গল্পে–“নাসিরুদ্দিনের বন্ধুরা একদিন তাকে বললে চলো রাত্রে তোমার বাড়িতে যাব। বাড়ির কাছাকাছি পৌঁছে সে বললে,তোমরা একটু সবুর করো,আমি আগে গিন্নিকে বলে আসি ব্যবস্থা করতে।”নাসিরুদ্দিন এর সাথে তার গিন্নির কথপোকথন বেশ রসোক্তীর্ণ। একটি টুকরো গল্পে দেখা যায়–“নাসিরুদ্দিন এর পোষা পাঁঠাটার উপর পড়শিদের ভারী লোভ কিন্তু নানান ফিকির করেও তারা সেটাকে হাত করতে পারে না।”গল্প ছড়ানো রয়েছে অনাবিল হাসির ফোয়ারা। যেমন–“রাতায় কয়েকটি ছোকরা ফন্দি করেছে মোল্লা সাহেবের জুতো জোড়া হাত করবে,একটা লম্বা গাছের দিকে দেখিয়ে তারা মোল্লা সাহেবকে বললে ওই যে গাছ দেখছেন ওটা চড়ার সাধ্যি কারুর নেই।”অজস্র গল্পের মধ্যে বিভিন্ন চরিত্রের ছায়াপাত ঘটেছে।এক কথায় অসাধারণ চমৎকার বইটি।
মোল্লা নাসিরউদ্দিনের গল্প–সত্যজিৎ রায়
প্রচ্ছদ ও অলংকরণ–সত্যজিৎ রায়
প্রকাশক–আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
Comments :0