Bangladesh violence

আমেরিকায় বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ

আন্তর্জাতিক

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা চালিয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙে ফেলল। ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ভেতরে ঢুকে বাংলাদেশের প্রতিষ্ঠাতার প্রতিকৃতি নামিয়ে নিচ্ছে।

প্রয়াত শেখ মুজিবুর রহমানের কন্যা - ৭৭ বছর বয়সী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ক্রমবর্ধমান কোটা নীতি সংক্রান্ত বিক্ষোভকে কেন্দ্র করে বাংলাদেশ বেশ কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। হিংস্র অভ্যুত্থানে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে। সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান।
কিন্তু, হিংসা কবলিত দেশ থেকে অনেক দূরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কনস্যুলেটে কেন হামলা হয়েছে তা  স্পষ্ট নয়। ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে- কয়েকজন বিক্ষোভকারী বাংলাদেশের পতাকার রং বহনকারী টুপি পরা নিয়ে হট্টগোল করছে। কয়েকজনকে কনস্যুলেটের অফিস থেকে বেশ কিছু জিনিসপত্র নামাতেও দেখা যায়।

Comments :0

Login to leave a comment