Bridge Collapsed

নির্মীয়মান ওভারব্রিজের গার্ডরেল ভেঙে জখম এক

জেলা

জাতীয় সড়কের উপর নির্মীয়মান ব্রিজের কংক্রিটের গার্ডরেলের একাংশ ভেঙে আহত একজন। দুর্গাপুর জাতীয় সড়কের সম্প্রসারণ কাজ শুরু হয়েছে। আর তার জন্যই বিভিন্ন জায়গায় তৈরি করতে হচ্ছে ওভার ব্রিজ। সেইমতো কাজ চলছিল ডানকুনি এলাকায় একটি ওভার ব্রিজের। নিচ ডানকুনির ক্রসিংয়ে জাতীয় সড়কে ওপর নির্মীয়মান ওভার ব্রিজের গার্ডরেল ঢালাই করার সময় ঢালাইয়ের একাংশ ভেঙে পড়ে। 
প্রত্যক্ষদর্শীরা জানান যিনি আহত হয়েছেন তিনি নির্মীয়মান ব্রিজের তলায় গার্ডের কাজ করছিলেন। যান চলাচলে নিয়ন্ত্রণ ও এই নির্মাণ কাজের মধ্যে কেউ না এসে পরে সেটি দেখার জন্য। আর সেই সময় এই ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্ন ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ আধিকারিকরা।  আহত ব্যক্তিকে শ্রীরামপুর ওয়াল হাসপাতালে পাঠানো হয়েছে, তিনি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় মানুষ অভিযোগ করে বলেন, নিম্নমানের সামগ্রীতে এই কাজ করা হচ্ছে। কাজের শুরুতেই যদি এই অবস্থায় আগামী দিনে কি হবে সেটাই প্রশ্ন দাঁড় করিয়ে দিচ্ছে। তাদের বক্তব্য আজ একটা বড় দুর্ঘটনা হাত থেকে বাঁচা গেছে তবে প্রশাসনের এদিকে কোন নজর নেই। পর্যাপ্ত পুলিশ বা কোন ভলেন্টিয়ার নিযুক্ত করা নেই এখানে। কারণ এটি একটা গুরুত্বপূর্ণ জায়গা জাতীয় সড়কের ওপর বহু মানুষ সারাদিন যাতায়াত করেন।

Comments :0

Login to leave a comment