Trains Cancelled

বন্দে ভারত থেকে রাজধানী, ঘুরপথে চলবে একাধিক ট্রেন

রাজ্য

কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার সকালে রাঙাপানির কাছে নিজবাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের। আহতের সংখ্যা বহু। ক্ষতিগ্রস্ত হয় কাঞ্চনজঙ্ঘার তিনটি কোচ। দুর্ঘটনার পর বেলা পৌনে একটা নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অক্ষত অংশকে ছিন্ন করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। 
দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটি এখনও লাইনে দাঁড়িয়ে তাকায় এই রুট দিয়ে এখনও বন্ধ রয়েছে ট্রেন চলাচল। একাধিক ট্রেনের রুট বদল করলো রেল। বিবৃতি দিয়ে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জংশন, বাগডোগড়া এবং আলুয়াবাড়ি রোড হয়ে যাবে ট্রেন গুলো।


এক নজরে দেখে নেওয়া যাক কোন ট্রেনগুলিকে ঘুরপথে চালানো হচ্ছে।

নিউ জলপাইগুড়ি –  উদয়পুর এক্সপ্রেস
দীব্রুগড় – নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস
আগরতলা – রাণী কমলাপতি স্পেশাল
শিয়ালদহ – নিউ আলিপুর দুয়ার পদাতিক এক্সপ্রেস
নাগেরকলি জংশন – দীব্রুগড় স্পেশাল
নিউ দিল্লি – দীব্রুগড় রাজধানী এক্সপ্রেস 
নিউ দিল্লি – দীব্রুগড় রাজধানী এক্সপ্রেস 
হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস 
গুয়াহাটি – হাওড়া সড়াইঘাট এক্সপ্রেস
কামাক্ষা – আনন্দ বিহার উত্তরপূর্ব এক্সপ্রেস
গুয়াহাটি – বেঙ্গালুরু এক্সপ্রেস
নিউ জলপাইগুড়ি – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস 
কামাক্ষা – গয়া এক্সপ্রেস
দীব্রুগড় – হাওড়া কামরূপ এক্সপ্রেস
গুয়াহাটি – ওখা এক্সপ্রেস 
নিউ তিনসুকিয়া – তামবারাম এক্সপ্রেস
বামন হাটা – শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস
দীব্রুগড় – কণ্যাকুমারি এক্সপ্রেস
নিউ আলিপুরদুয়ার – শিয়ালদহ তিস্তা তোরসা এক্সপ্রেস
হলদীবাড়ি – শিয়ালদহ দার্জিলিঙ মেইল 
নিউ আলিপুরদুয়ার – শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস
গুয়াহটি – জম্মু তাওয়াই লোহিত এক্সপ্রেস
কামাক্ষা – দিল্লি ব্রহ্মপুত্র মেইল
এই ট্রেন গুলো চলবে ঘুর পথে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘‘এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গের ট্রেন চলাচলে খুব একটা সমস্যা হবে না। উত্তরবঙ্গগামী ট্রেন কলকাতার দিক থেকে সঠিক সময়েই ছাড়বে।’’ 

Comments :0

Login to leave a comment