CAA

সিএএ নিয়ে কেন্দ্রকে তোপ মেহবুবা মুফতির

জাতীয়

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রয়োগ করে বিজেপি হিন্দু মহাসভার দ্বিজাতি তত্ত্বের ধারণা অনুসরণ করছে বলে অভিযোগ করেছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকা সত্ত্বেও সিএএ কার্যকর করা সরকারের যাবতীয় অপকর্ম থেকে নজর ঘোরানোর চেষ্টা।
এক্স-এ একটি পোস্টে তিনি লিখেছেন, ‘‘দেশভাগের ৭৭ বছর পরেও বিজেপি হিন্দু মহাসভার দ্বিজাতি তত্ত্বের ধারণায় আবদ্ধ। তাদের এজেন্ডা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা এইভাবে সিএএ বাস্তবায়ন করেছে যাতে আমাদের জনগণের মধ্যে আরেকটি বিভাজন তৈরি করা যায়’’।
সিপিআই(এম) নেতা মহম্মদ ইউসুফ তারিগামি অভিযোগ করেছেন যে সিএএ প্রয়োগ সংবিধানের মূল নীতির পরিপন্থী।
‘‘ভারতের নাগরিকত্বের জন্য সংবিধানের ভিত্তি এবং মানদণ্ড ধর্ম নির্বিশেষে। সিএএ-র মাধ্যমে এই ভিত্তিকে চরমভাবে লঙ্ঘিত করা হয়েছে,’’ বলেন তারিগামি।
তারিগামি বলেন, সরকারের ব্যর্থতা থেকে নজর ঘোরানোর চেষ্টা হলেও, সিএএ বাস্তবায়নের ফলে সংখ্যালঘুরা দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হবে। প্রশাসন ও উন্নয়নের ক্ষেত্রে সরকারের ব্যর্থতা থেকে নজর ঘোরানোর ইচ্ছাকৃত চেষ্টা করা হচ্ছে। তারা সংখ্যালঘুদের বাদ দেওয়ার জন্য টার্গেট করছে এবং এটি সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করবে।

Comments :0

Login to leave a comment