Chandipur Dilip Das

চণ্ডীপুরে সিপিআই(এম) শাখা সম্পাদকের ওপর হামলা বিজেপি’র

জেলা

চণ্ডীপুরে সিপিআই(এম) শাখা সম্পাদক দিলীপ দাসের ওপর হামলা দুই বিজেপি কর্মীর।

প্রচার চালিয়েছিলেন ব্রিগেড সমাবেশের। তৃণমূল এবং বিজেপি- দুই শক্তির যোগসাজশের ঘটনা তুলে ধরছিলেন। সমালোচনা করেছিলেন তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর। তারপরই বিজেপি সমর্থকদের হামলার শিকার হতে হয়েছে চন্ডীপুরে সিপিআই(এম)’র একটি শাখার সম্পাদক দিলীপ দাসকে।
পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের এই ঘটনার প্রতিবাদে মিছিলও করেছে সিপিআই(এম)। থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ ধরেনি অভিযুক্ত কাউকে। 
দিন ছয়েক আগের ঘটনা। ২০ এপ্রিল ব্রিগেডের প্রচার চালাচ্ছিলেন দিলীপ দাস। বাড়ি বাড়ি ঘরে চলছিল প্রচার। ধর্ম নিয়ে রাজনীতির বিরোধিতায় তুলে ধরেন তৃণমূল এবং বিজেপি- দু’দলেরই ভূমিকা। শুভেন্দু অধিকারীর দলবদলের নজিরই টানেন। সম্প্রতি বিধানসভায় এই শুভেন্দু অধিকারী বিজেপি’র বিরোধী দলনেতা হয়ে হিন্দুত্ববাদী স্লোগান দিয়েছেন। প্রচারে তারও বিরোধিতা করে সিপিআই(এম)। দিলীপ দাসের বক্তব্য ভিডিও করে স্থানীয় একটি পোর্টাল। বক্তব্য ছড়িয়েও পড়ে।
এরপরই আক্রান্ত হন দিলীপ দাস। তাঁকে আক্রমণের ভিডিও এখন বহু জায়গায় ছড়িয়ে পড়েছে। দেখা গিয়েছে যে দু’জন রাস্তার ওপর আক্রমণ চালাচ্ছে। মাটিতে ফেলে মারধরের সময় বাধা দিচ্ছেন স্থানীয় মহিলারা। 
এই ভিডিও ছড়িয়ে পড়ায় ফের বিজেপি কর্মীদের একাংশ দিলীপ দাসকে হুমকি দেয়। প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে সিপিআই(এম)। থানায় অভিযোগ জানানো হলেও ধরা হয়নি অভিযুক্ত কাউকে।
 

Comments :0

Login to leave a comment