ফের প্রাকৃতিক রোষের মুখে উত্তর সিকিম। সিকিমের মুনচিথাংঙে বড় ধরনের ধস নামার দরুন আরো একবার উত্তর সিকিমে বিপর্যয়ের মুখে পড়েছে।
উত্তর সিকিমের মঙ্গন জেলার চুঙথাঙ ও লাচুঙের সংযোগকারী রাস্তা মুনচিথাংঙে পাহাড়ের উঁচু অংশ থেকে পাহাড়ের গা বেয়ে ভয়াবহভাবে অঝোরে নেমে আসছে বড় বড় পাথরের চাঁই। বালি, মাটি, পাথর অবিরাম গড়িয়ে পড়েছে চুঙথাঙ থেকে লাচুঙের রাস্তার উপর। স্থানীয়দের মধ্যে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। ধসের জেরে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে চুংথাং—লাচেন যাবার রাস্তার একটা বড় অংশ। গ্যাঙটক থেকে সম্পূর্নভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে উত্তর সিকিমের লাচেন। লাচেন—লাচুঙের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। যোগাযোগ রক্ষার বিকল্প কোন রাস্তা নেই। ফলে চুঙথাঙ থেকে লাচুঙ যাবার রাস্তায় সম্পূর্নভাবে যানবাহন চলাচল বন্ধ। (দেখুন ভিডিও)
সম্প্রতি উৎসবের মরসুমে সিকিমের ছাঙ্গুতে তুষারপাত ঘটেছে। তুষারপাতের আনন্দ উপভোগ করতে পাহাড়মুখী হয়েছেন দেশ বিদেশের বহু পর্যটকেরা। তবে এদিন সকালে এই ভয়াবহ ধসে সিকিমে উৎসবের সময় বেড়াতে যাওয়া পর্যটকের দল আটকে পড়েছেন কিনা তার কোন তথ্য এখনও মেলেনি। তা জানতে সন্ধান চালাচ্ছে সিকিমের স্থানীয় প্রশাসন। তবে বড় ধসের জেরে হতাহতের কোন খবর নেই। স্থানীয় সিকিম প্রশাসনের তরফে ঘটনাস্থল ও ধস কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। ধস পরিষ্কারের পরে দ্রুত চুঙথাঙ থেকে লাচুঙ যাবার রাস্তা স্বাভাবিক করার চেষ্টা চলছে। সামনেই দীপাবলী উৎসব। পর্যটনের ভরা মরশুমে ধস বিধ্বস্ত উত্তর সিকিমের আরো একবার বড় ধরনের ধস নামায় পর্যটন ব্যবসায়ীদের চোখে মুখে চিন্তার ভাঁজ পরেছে। ব্যবসা চালাতে গিয়ে ধসের জেরে বারবার আর্থিক ক্ষতির মুখে পরতে হচ্ছে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের। গত বছরের অক্টোবর মাস থেকেই সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের একের পর এক ঘটনা ঘটেই চলেছে। পর্যটন ব্যবসা একরকম লাটে উঠেছে।
২০২৩সালে ৪অক্টোবর ভারী বর্ষনে উত্তর সিকিমের চুংথামে ভেঙে পড়েছে জলবিদ্যুৎ প্রকল্পের ড্যাম্প। ড্যাম্প বিস্ফোরনের বিপত্তির জেরেই হু হু করে প্রবল বেগে বয়ে তিস্তার জলচ্ছ্বাসে উত্তর সিকিমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। গোটা উত্তর সিকিমের বিস্তীর্ন এলাকা তছনছ হয়ে যায়। তিস্তা নদীর জলের স্রোতে ক্ষতিগ্রস্ত হয় সিকিমের চুংথাং ও মঙ্গন জেলার যোগাযোগের মূল বাঁধটি। জলের তোড়ে সম্পূর্নভাবে উড়ে যায় বাঁধটি। যে কারনে চুংথাঙের সাথে সিকিমের যোগাযোগ পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় সিংটাম, ইন্দ্রেনী ফুটব্রিজটিও। উত্তর সিকিমের সাউথ লোনাক লেক বিপর্যয়ের জেরে ধ্বংসস্তূপে পরিনত হয়েছিলো উত্তর সিকিম।
তিস্তার জল নদীর দুইপাশ ছাপিয়ে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছিলো উত্তর সিকিমে। সেই স্মৃতি এখনও মিলিয়ে যায়নি। এরপর দীর্ঘ এক বছর উত্তর সিকিমে পর্যটকদের পা পড়েনি। পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো সিকিম প্রশাসনের তরফে। সম্প্রতি প্রশাসনিক বৈঠকে উত্তর সিকিমের লাচেন, লাচুঙ সহ অন্যান্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা তুলে দেবার চিন্তাভাবনা হয়েছিলো। বেশ কিছু বিধি নিষেধ মেনে সিকিম প্রশাসনের তরফে উত্তর সিকিমে পর্যটকদের প্রবেশে অনুমতি দেবার সিদ্ধান্তও নেওয়া হয়েছিলো। সিদ্ধান্ত হয়েছিলো উত্তর সিকিমের লাচেন লাচুঙ সহ পর্যটনস্থলগুলি খুলে দেওয়া হলেও সেই পথ চলাচলকারী যানবাহনের সংখ্যা বেঁধে দেওয়া হবে। পর্যটন ব্যবসায়ীরা আশায় বুক বাঁধছিলেন। কিন্তু এদিন সকালে উত্তর সিকিমের মঙ্গন জেলার চুঙথাঙ ও লাচুঙের সংযোগকারী রাস্তা মুনচিথাংঙে বড় ধরনের ধসের জেরে সমস্ত সম্ভাবনাই বিফল হয়ে গেলো।
landslide in north sikkim
ধসে বিচ্ছিন্ন উত্তর সিকিমের লাচেন, চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা
×
Comments :0