General Election 2024

লোকসভা লড়াইয়ে অনিচ্ছুক কংগ্রেসের প্রবীণরা, তরুণ নেতাদের সমর্থন

জাতীয়

সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজ্যে কংগ্রেসের শীর্ষ নেতারা প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন না। লোকসভা নির্বাচনের আগে সোমবার কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটি (সিইসি) দ্বিতীয় বৈঠক করে। সূত্রের খবর, গুজরাট (১৪), রাজস্থান (১৩), মধ্যপ্রদেশ (১৬), আসাম (১৪) এবং উত্তরাখণ্ডের (৫) মতো রাজ্যের ৬২টি আসন নিয়ে আলোচনা হয়েছে।
সূত্রের খবর, চার প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কমল নাথ, দিগ্বিজয় সিং, হরিশ রাওয়াত এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলটের নাম এই তালিকায় নেই।
সূত্রের খবর, এই প্রবীণরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী নন এবং তার পরিবর্তে দলের অন্য নেতাদের নাম প্রস্তাব করেছিলেন। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট তাঁর জায়গায় ছেলে বৈভবের নাম রাখার প্রস্তাব দেন। সূত্রের খবর, কংগ্রেসের কেন্দ্রীয় প্যানেল জালোর আসন থেকে বৈভবের নাম স্থির করেছে।
সূত্রের খবর, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে তথা ছিন্দওয়ারার সাংসদ নকুল নাথ ফের এই কেন্দ্র থেকে লড়বেন। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হরিদ্বার থেকে লড়তে রাজি নন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। তিনি চেয়েছিলেন তাঁর জায়গায় ছেলে বীরেন্দ্র রাওয়াতকে টিকিট দেওয়া হোক।
ছত্তিশগড়ের দায়িত্বপ্রাপ্ত দলের সাধারণ সম্পাদক শচীন পাইলট আশ্বাস দিয়েছেন যে তিনি প্রতিদ্বন্দ্বিতা করার পরিবর্তে রাজস্থানের চারটি লোকসভা আসনে মনোনিবেশ করবেন। দলের সার্বিক আসন সংখ্যা বাড়াতে ছত্তিশগড়ে কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, আসামে গৌরব গগৈ কোন আসনে লড়বেন তা নিয়ে সংশয় রয়েছে, কারণ তাঁর আগের আসন কালিয়াবর ডিলিমিটেশন প্রক্রিয়ার কারণে পরিবর্তন করা হয়েছে। সূত্রের খবর, প্রয়াত বাবা তরুণ গগৈয়ের বাড়ি যোরহাট থেকে টিকিট চেয়েছেন তিনি। আগামী ১৫ মার্চ উত্তরপ্রদেশ, হরিয়ানা ও পঞ্জাবের মতো গুরুত্বপূর্ণ রাজ্য নিয়ে আলোচনা হবে সিইসি-র বৈঠকে।

Comments :0

Login to leave a comment