Covid 19

ভারতে স্তিমিত, বিশ্বে বাড়ছে করোনা

জাতীয় আন্তর্জাতিক

Covid 19

অনেকটাই কমে গিয়েছে দেশের করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় সারা ভারতে করোনায় মৃত্যু শূন্যের খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৪৯ জন। বর্তমানে দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ হাজার ২২৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, সারাদেশে মোট করোনা সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৪৬ লক্ষ ৭৪ হাজার ৪৩৯ জন। করোনার সংক্রমণে দেশে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৬৫৩ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনো পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪১ লক্ষ ৩৯ হাজার ৫৫৮ জন। স্বাস্থ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৮০ শতাংশ। 


এদিন বেলা ১২ টা নাগাদ ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ২৮ হাজার ১৭০ জন। গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ১২৭ জন। এখনো প্রর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬২ কোটি ৮২ লক্ষ ৩৭ হাজার ৭০৫ জন। করোনা সংক্রমণে বিশ্বজুড়ে সামগ্রিক মৃতের সংখ্যা ৬৬ লক্ষ ৫৪ হাজার ৪২৫ জন। মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫ কোটি ২২ লক্ষ ৫৫ হাজার ২৪৬ জন। সারাবিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৭ কোটি ৩৬ লক্ষ ৩ হাজার ১১৬ জন। তাদের মধ্যে ৩৭ হাজার ৪৩৫ জনের অবস্থা সঙ্কটজনক।


রিপোর্ট অনুযায়ী, আমেরিকায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪১ জন। করোনা সংক্রমণে একদিনে প্রাণ হারিয়েছেন ১৮৪ জন। সেদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ কোটি ১২ লক্ষ ১৩ হাজার ৬৩৮ জন। করোনা সংক্রমণের কারণে সেদেশে মোট মৃত্যু হয়েছে ১১ লক্ষ ৯ হাজার ৩৯৪ জনের। 
গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৫৯৭ জন। একদিনে মৃত্যু হয়েছে ৬২ জনের। সেদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮৩ লক্ষ ৩১ হাজার ৪৩০ জন। করোনা সংক্রমণের কারণে সেদেশে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৫১৭ জনের।

 

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪৩০ জন। একদিনে মৃত্যু হয়েছে ৫৪ জনের। সেদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৬ লক্ষ ৪৩ হাজার ১৯৪ জন। করোনা সংক্রমণের কারণে সেদেশে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯২ হাজার ৪৫৪ জনের।


ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৪৩৩ জন। একদিনে মৃত্যু হয়েছে ১০৪ জনের। সেদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৫ লক্ষ ৬৩ হাজার ৪৪ জন। করোনা সংক্রমণের কারণে সেদেশে মোট মৃত্যু হয়েছে ৬ লক্ষ ৯০ হাজার ৭৩৯ জনের।

গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ৬৫ জন। করোনা সংক্রান্ত কারণে প্রাণ হারিয়েছেন ২৪৩ জন। সেদেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ৫৬ লক্ষ ৮৭ হাজার ৭৯৮ জন। মোট মৃত্যু হয়েছে ৫১ লক্ষ ৬২জনের।
 

Comments :0

Login to leave a comment