রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেল দিল্লী ক্যাপিটালস। আশুতোষের ( ৬৬ রান ) দুরন্ত ইনিংসে জয় দিল্লীর। প্রথম ইনিংসে লখনউ করেছিল ২০৯ রান। দ্বিতীয় ইনিংসে একের পর এক উইকেট পড়লেও টিকে ছিলেন আশুতোষ। প্রায় একার হাতেই ঘোরালেন ম্যাচের ভাগ্যের চাকা। লখনউ সুপার জয়ায়ান্টসকে ১ উইকেটে হারাল দিল্লী ক্যাপিটালস্।
Indian Premier League
রুদ্ধশ্বাস জয় দিল্লীর

×
Comments :0