MD SALIM 6TH PHASE

ভোটের অধিকার নিশ্চিত করতে হবে কমিশনকেই, গণ্ডগোলের প্রতিবাদে সেলিম

রাজ্য

শনিবার ষষ্ঠ দফা নির্বাচনের পর সাংবাদিক সম্মেলনে মহম্মদ সেলিম এবং শমীক লাহিড়ী।

ভোট লুট না হওয়ার প্রতিশ্রুতি সত্ত্বেও ভোট লুট হয়েছে। ষষ্ঠ দফা ভোটগ্রহণের দিন, শনিবার, এই বক্তব্যে সরব হয়েছে সিপিআই(এম)। পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ভোট মানুষের, সরকারের নয়। কমিশনকে ব্যবস্থা নিতে হবে যাতে মানুষ ভোট দিতে পারেন।
সেলিম বলেন, ‘‘ঝাড়গ্রামে এমন কিছু লোককে ঢোকানো হয়েছে যারা খুনী, খুন করেছে। প্রথম থেকে সেখানে ভোটলুট করার চেষ্টা করেছে। বুথ ধরে অভিযোগ জানানো হয়েছে। মেশিন ঠিক ভাবে কাজ করছে না। ঘাটালে ভোট লুটের চেষ্টা হয়েছে বিভিন্ন জায়গায়।’’ তিনি বলেন, ‘‘আজ যেখানে ভোট হচ্ছে সেখানে আরএসএস বিজেপি তৃণমূল মাওবাদী একাধিক মানুষকে খুন করেছে। তারপর খুনীদের হোমগার্ডের চাকরি দেওয়া হয়েছে।’’ তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী নাকি রাজ্য পুলিশ ভোট করছে, তা বোঝা যাচ্ছে না যেভাবে ভোট লুট হচ্ছে বিভিন্ন জায়গায়।’’ সেলিমের দাবি, ‘‘সপ্তম দফার আগে কমিশন ব্যবস্থা নিক যাতে শান্তিপূর্ণ ভোট হয়।’’ 
রাজ্যে এদিন একাধিক জায়গায় গন্ডগোলের ছবি সামনে এসেছে। তমলুকে সিপিআই(এম) প্রার্থী সায়ন ব্যানার্জি একাধিক বুথে এজেন্টদের বসিয়ে আসেন। কমিশনের আধিকারিকদের সঙ্গে ফোনে তর্কাতর্কিতেও জড়াতে হয় তাঁকে। সেলিম প্রশ্ন তুলেছেন বিভিন্ন এলাকায় বুথের দু’শো মিটারের মধ্যে জমায়েতের ছবি নিয়ে। নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের ব্যবস্থা করার কথা যাতে বুথের ওই পরিধিতে জমায়েত হতে না পারে।
এদিন কলকাতায় মুজফ্‌ফর আহমদ ভবনে সাংবাদিক সম্মেলন করেন সেলিম। সঙ্গে ছিলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ীও।  
বাঁকুড়া, কেশপুর, নন্দীগ্রাম, রামনগরে ভোট লুটের বলে বিভিন্ন ছবি ছড়িয়েছে এদিন। সেলিম বলেন, ‘‘তৃণমূল বলছে শুভেন্দু (বিজেপি নেতা শুভেন্দু অধিকারী) করছে। আর শুভেন্দু বলছে মমতা ব্যানার্জি। দু’জনেই নন্দীগ্রামে মুক্তাঞ্চল তৈরি করেছিল।’’ 
সেলিম জানান যে তৃণমূল মেদিনীপুর, শালবনীতে লোক জড়ো করেছে। বুথ নম্বর ধরে কমিশনের সিইও-কে তা জানানো হয়েছে।
সেলিম বলেন, ‘‘প্রার্থীরা মাঠে আছে। ধর্নায় বসে ফুটেজ খাচ্ছে না। পূর্ব মেদিনীপুরে কাগুজে বাঘ হয়ে নয়, লুটতরাজের বিরুদ্ধে সায়ন লড়ছে। বিজেপি বসে পড়েছে ধর্নায়।’’ তিনি বলেন, ‘‘ভোট মানুষের, সরকারের নয়। কমিশনকে দায়িত্ব নিতে হবে যাতে মানুষ ভোট দিতে পারেন।’’

Comments :0

Login to leave a comment