নিজের থেকেই লগ আউট হয়ে গিয়ে ফেসবুক এবং ইন্সটাগ্রামে বিভ্রাট দুনিয়া জুড়ে!
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইনস্টাগ্রাম মঙ্গলবার সন্ধ্যায় ভারত সহ এবং বিশ্বের অন্যান্য অংশে বিভ্রাট তৈরি হয়েছে। ব্যবহারকারীরা এই উভয় প্ল্যাটফর্মে লগ ইন সমস্যার বিষয়ে অভিযোগ করেছেন। এদিন আচমকাই দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে একাউন্ট লগ আউট হয়ে যায় এবং লগ ইন করতে গেলে "session expired" দেখাতে থাকে।
কেউ কেউ Instagram পেজ রিফ্রেশ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হয়।
ফেসবুকের ক্ষেত্রে ৩০০,০০০ টিরও বেশি বিভ্রাটের রিপোর্ট ছিল, এবং ইনস্টাগ্রামের জন্য ২০,০০০ টিরও বেশি রিপোর্ট হয়েছে। কি জন্য এই বিভ্রাট, তা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানায়নি মেটা কর্তৃপক্ষ।
Facebook crash
দুনিয়া জুড়ে ফেসবুক বিভ্রাট!
×
Comments :0