Gabba Stadium Will Demolished After 2032 Olympics In Brisbane

অলিম্পিকের পরই ভেঙে ফেলা হতে পারে গাব্বা স্টেডিয়াম

খেলা

Gabba Stadium Will Demolished After 2032 Olympics In Brisbane

আগামী ২০৩২ অলিপম্পিক হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। তারপরই হয়তো ভেঙে ফেলা হতে পারে ব্রিসবেনের বিখ্যাত গাব্বা স্টেডিয়ামটি। ১৯০০ সালের পর আগামী ২০২৮ এর লস অ্যাঞ্জেলেসের অলিম্পিকে প্রায় ১২৮ বছর পর সম্ভবত ফিরতে চলেছে ক্রিকেট। সেক্ষেত্রে ২০৩২ এর অলিম্পিকেও এই স্টেডিয়ামটি যথেষ্টই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপরেই হয়তো ভেঙে ফেলা হবে স্টেডিয়ামটি। আপাতত এই স্টেডিয়ামটিকে দুটি দল নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে। অস্ট্রেলিয়ান ফুটবল লিগের দল ব্রিসবেন লায়ন্স এবং কুইন্সল্যান্ড ক্রিকেট দল। অলিম্পিকের শেষে এই দুই দল খেলবে ব্রিসবেনের ভিক্টোরিয়া পার্ক স্টেডিয়ামে। অলিম্পিক ও প্যারালিম্পিকের পর এই স্টেডিয়ামের দর্শকাসন হতে চলেছে প্রায় ৬৩০০০।

Comments :0

Login to leave a comment