Indian Premier League

আইপিএলে জোড়া ম্যাচ

খেলা

IPL DOUBLE HEADER MATCH

রবিবাসরীয় আইপিএলে রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে বিশাখাপত্তনমে দিল্লী ক্যাপিটালসের মুখোমুখি হবে সানরাজার্স হায়দরাবাদ। খেলাটি হবে দুপুরে ৩:৩০ টেয়। অন্য ম্যাচে সন্ধ্যা ৭: ৩০টায় নামবে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। খেলাটি হবে গুয়াহাটির বিরসাপাড়া স্টেডিয়ামে। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে প্রবলতর প্রতিপক্ষ হায়দরাবাদের সঙ্গে খেলবে দিল্লী। লড়াই হবে স্টার্ক বনাম কামিংসের মধ্যে। অন্য ম্যাচে ধোনির চেন্নাই খেলবে রাজস্থানের সঙ্গে।

Comments :0

Login to leave a comment