নিয়োগ প্রায় এক বছর বন্ধ। তবে তথ্য প্রযুক্তি সংস্থার ক্যাম্পাসে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। তথ্য প্রযুক্তি ক্ষেত্র সংশ্লিষ্ট অংশের বক্তব্য বিশেষ ধরনের কাজের জন্য দক্ষ কর্মীর প্রয়োজন কিছুটা বেড়েছে।
তথ্য প্রযুক্তি ষেত্রে কর্মী নিয়োগ বন্ধ প্রায়, উলটে চাঁটাইবের বহু ঘটনা সামনে আসছে গত কয়েক বছর। কেন্দ্রে বিজেপি সরকারকে তা নিয়ে প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে। বহু সংস্থাই ব্যবসা চালানোর জন্য নানা ধরনের সরকারি ছাড় পায়। কর্মসংস্থান বন্ধ রাখলে এমন ছাড় কেন, তা নিয়েও উঠেছে প্রশ্ন। বস্তুত বাজেটে আগে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক প্রকাশি অর্থনৈতিক সমীক্ষায় সেই হতাশা বেরিয়ে পড়েছে।
বাণিজ্য বিষয়ক ওয়েবসাইট ‘বিজনেস স্ট্যান্ডার্ড’ জানাচ্ছে, ক্লাউড কমপিউটিং, ডেটা অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইনটিলিজেন্সের মতো ক্ষেত্রে দক্ষ কর্মীর জন্য নিয়োগ করতে পারে বিভিন্ন আইটি সংস্থা।
কয়েকটি কলেজে এর মধ্যেই গিয়েছে আইবিএম, ইনফোসিস, টিসিএস’র আধিকারিক দল। জানা গিয়েছে, ন্যূনতম নম্বরের মাপকাঠি অন্যবারের তুলনায় বেশি থাকবে। বিশেষ ধরনের কাজে দক্ষতায় জোর দেওয়া হবে।
IT Campus
ক্যাম্পাসে ফিরছে আইটি সংস্থা? ঘুরছে প্রশ্ন
×
Comments :0