AFC Asian Qualifiers

গোলশূন্য ড্র ভারত - বাংলাদেশ ম্যাচ

খেলা

India vs Bangladesh AFC Asian Qualifiers

প্রথমার্ধে শিলংয়ে বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র ভারতের। ম্যাচের ১১ মিনিটে শুভাশিষ গোললাইন সেভ করেছেন। বিশালের ভুলে প্রায় গোল পেয়েই গেছিল বাংলাদেশ। ম্যাচে আক্রমণের চাপ বেশি ছিল বাংলাদেশের। তবে ফারুখ চৌধুরী গোলটি করতে পারলেই এগিয়ে যেতে পারত ভারত।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করল দুই দলই। কিন্তু এলনা কোনো গোল। মহেশের দুর্দান্ত সেন্টার থেকে ফাঁকা হেডে গোল করতে ব্যর্থ হন সুনীল। ব্রিসনও শেষের দিকে নেমে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও তা থেকে কোনো গোল আসেনি। অর্থাৎ পরের ম্যাচগুলিতে কাজ আরো কঠিন হয়ে গেল মানালো মার্কেজের।

Comments :0

Login to leave a comment