Israel Lebanon

লেবাননে ইজরায়েলের হানায় মৃত ২৭৪, আহত ১ হাজার ছাড়িয়ে

আন্তর্জাতিক

লেবাননের প্রায় ৩০০টি জায়গা লক্ষ্য করে হামলা করেছে ইজরায়েল। লেবানন জানিয়েছে নিহতের সংখ্যা ২৭৪। আহত ১ হাজারের বেশি। বাড়তে পারে নিহতের সংখ্যা।
ইজরায়েলের বিমান বাহিনীর হামলায় বিনতে জবেইল, আইতারুন, মাজদাল সেলেম, হুলা, তোরা, কলাইলেহ, হারিস, নবী চিট, তারায়া, সেমেস্টার, হারবাতা, লিবায়া এবং সোহমোর সহ বেশ কয়েকটি শহর ধ্বংসের পথে। 
লেবাননে রাষ্ট্রসঙ্ঘের সমন্বায়ক বলেছেন, ‘‘কূটনৈতিক প্রচেষ্টাকে সফল করার জন্য জায়গা দিতে হবে, কারণ সাধারণ নাগরিকদের নিরাপত্তা এবং বিভিন্ন অঞ্চলের স্থিতিশীলতা ঝুঁকির মধ্যে রয়েছে।’’
একটি আন্তর্জাতিক এনজিও সতর্ক করেছে যে, গত দুই সপ্তাহে বিপদ গুরুতর ভাবে বেড়েছে।
রাশিয়ার রাষ্ট্রপতির দপ্তর বলেছে, ইজরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষ রাশ টানা জরুরি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, “পরিস্থিতির প্রতিদিনই দ্রুত অবনতি হচ্ছে। উত্তেজনা বাড়ছে, অনিশ্চয়তা শীঘ্রই বাড়ছে। এটা আমাদের জন্য চরম উদ্বেগের বিষয়।"

Comments :0

Login to leave a comment