ইজরায়েলের বোমায় বেইরুটে নিহত হয়েছেন অন্তত ৪০ জন। লেবাননের বেক্কা ভ্যালি এবং বালবেক সিটিতে ইজরায়েল বোমা ফেলেছে।
ইজরায়েল গাজাতেও আক্রমণ অব্যাহত রেখেছে। আবার ইজরায়েলের ভেতরেই বিক্ষোভ তীব্র হয়েছে বৃহস্পতিবার। প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিক্ষোভ তার বিরুদ্ধে।
এর মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লাহ দাবি করেছে যে ইজরায়েলের তেল আভিভের কাছে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।
লেবাননে এর মধ্যে ইজরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। অন্তত ১৩ হাজার আহত।
আমেরিকায় নির্বাচনে প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন জয়ী হলে যুদ্ধ থামিয়ে দেবেন। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ট্রাম্পের এই ভাষণ খুব বিশ্বাসযোগ্য হয়নি। ট্রাম্প জয়ী হলেও রাষ্ট্রপতির দায়িত্ব সরকারি ভাবে নেননি এখনও। তবে নির্বাচনে ট্রাম্পের জয়ে ইজরায়েল যে একেবারেই চিন্তিত নয়, বলছেন পর্যবেক্ষকরা।
ইজরায়েল এখন বেইরুট বিমানবন্দরের কাছে বোমা ফেলছে। তবে বিমানবন্দর বৃহস্পতিবার চালু রয়েছে।
ISRAEL LEBANON
ইজরায়েলের বোমায় বেইরুটে নিহত ৪০
×
Comments :0