kalyani mdical college

চিকিৎসকদের কনভেনশন বাতিল কল্যাণীতে, ক্ষোভ

জেলা

কলকাতায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন বিচারের দাবিতে। ছবি সংগ্রহ থেকে।

কল্যাণী মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের গণ কনভেনশনের অনুমতি বাতিল করল কর্তৃপক্ষ। প্রাকৃতিক দুর্যোগের কারণ দেখিয়ে ওই কনভেনশন বাতিল করে দেওয়া হয়েছে। আইএমএ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের একাধিক নেতৃবৃন্দের এই গণকনভেনশনে অংশ নেবেন বলে প্রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছিল। 

কল্যাণী মেডিক্যাল কলেজের অডিটোরিয়ামে ওই কনভেনশন করার অনুমতিও দিয়েছিল কর্তৃপক্ষ। পরে তা বাতিল করে দেওয়া হয়।। বাতিলের জেরে কল্যাণী শহরে একটি বিকল্প জায়গায় এই গণ কনভেনশন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পরে তা বাতিল করেন আয়োজকরা। 

হাসপাতালের চিকিৎসকদের অভিযোগ অপারেশন থিয়েটার সহ সমস্ত ক্ষেত্রে বিদ্যুৎ পরিষেবা বহাল রয়েছে,কোনো অসুবিধা হচ্ছে না। শুধুমাত্র কনভেনশন করতে গেলেই কর্তৃপক্ষের অসুবিধা হবে। আদতে সরকারি চাপের কাছে নতি স্বীকার করেই এই অডিটোরিয়ামে অনুমতি  বাতিল করা হলো বলে অভিযোগ।

Comments :0

Login to leave a comment