Kolkata waterlogged

টানা বৃষ্টিতে বেহাল দশা মহানগরে, জলমগ্ন বহু এলাকা

রাজ্য কলকাতা

জলমগ্ন কলেজ স্ট্রিট। ছবি- সুমন জানা।

নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় লাগাতার বৃষ্টি চলছে। রাতভর বৃষ্টিতে প্রকট হয়েছে কলকাতায় জল যন্ত্রণার ছবি। দিকে দিকে জল জমে চরমে ভোগান্তি। মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা এবং শহরতলির বেশ কিছু এলাকায়। উত্তর ও মধ্য কলকাতার একাধিক রাস্তায় হাঁটু সমান জল জমে গিয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউ, বিবি গাঙ্গুলি স্ট্রিট, মুক্তারাম বাবু স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, কলেজ স্ট্রিট বাটা মোড়, নর্থ পোর্ট থানা লাগোয়া এলাকা, কাঁকুড়গাছি এবং পাতিপুকুর এলাকায় জলমগ্ন। কলেজ স্ট্রিটের রাস্তা জল জমে থাকার কারণে খোলেনি অনেক দোকানপাট। 

জলমগ্ন বালিগঞ্জ, ঢাকুরিয়া, যোধপুর পার্ক, যাদবপুর সহ দক্ষিণ কলকাতার বহু এলাকায়।‌ কলেজ স্ট্রিট এলাকায় খুদে পড়ুয়াদের স্কুল গুলিও খোলা যায়নি। 

কোথাও গোড়ালি জল, তো কোথাও হাঁটু-সমান জল দাঁড়িয়েছে। কোথাও আবার কোমর সমান জলে দুর্ভোগ চরমে। বৃষ্টিতে অফিসপাড়া থেকে বসতি এলাকা সর্বত্র জল দাঁড়িয়ে যায়।

বেহালা, গার্ডেনরিচ, তিলজলা, দমদম পার্ক, গলফগ্রিন, পাতিপুকুর সহ একাধিক এলাকায় জলমগ্ন। বেহালার রামকৃষ্ণনগর, অরবিন্দপল্লি, মতিলাল গুপ্ত রোড সংলগ্ন অঞ্চলে জমা জলে জেরবার দশা বাসিন্দাদের। জলমগ্ন খিদিরপুর, গার্ডেনরিচ, কসবার একাধিক এলাকা। বহু এলাকার বাসিন্দাদের অভিযোগ, টানা বৃষ্টিতে জল জমাটা স্বাভাবিক, কিন্তু ঘণ্টার পর ঘণ্টা সেই জল নিকেশ না হওয়ার এমন পরিস্থিতি আগে দেখা যেত না। বর্তমানে পৌরবোর্ডের অপরিকল্পিত নিকাশির কারণেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।

জলমগ্ন রাস্তা দিয়ে অত্যন্ত ধীর গতিতে চলছে গাড়ি। বৃষ্টি না কমলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এদিন বৃষ্টির কারণে রাস্তায় গাড়ির সংখ্যা অনেক কম বলে জানিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।‌ এখনও পর্যন্ত রাস্তায় যানজট নেই বলেই খবর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে মঙ্গলবার সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা এবং দক্ষিণের জেলাগুলিতে। মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। সারাদিন এমন পরিস্থিতি থাকবে। 

শিয়ালদহ উত্তর এবং দক্ষিণ শাখার রেললাইনে জল জমে  ট্রেন চলাচল ব্যাহত হওয়ার খবর মিলেছে। ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷  বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টিপাতের কোনও সতর্কতা নেই।

মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Comments :0

Login to leave a comment