মঙ্গলবার আইপিএলে ঘরের মাঠ একানা ক্রিকেট স্টেডিয়ামে নামবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংস। খেলা শুরু হবে সন্ধ্যা ৭:৩০টায়। প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। শক্তিশালী হায়দরাবাদকে হারিয়েছে ঋষভরা। এইডেন মারকরাম , মিলাররা নিজেদের দিনে ধ্বংস করে দিতে যেকোনো প্রতিপক্ষকে। গত ম্যাচে শার্দুল ঠাকুর এক নতুন জীবন পেয়েছিলেন যেন। তার বোলিংয়েই ধরাশায়ী হয়েছিল হায়দরাবাদের পাওয়ার হিটাররা। অন্যদিকে শ্রেয়সের পাঞ্জাব দল প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে। তাদের দলেও ম্যাক্সওয়েল , য়ানসেন , স্টইনিসরা রয়েছেন। ফলে নিজেদের মাঠে প্রথম ম্যাচে পাঞ্জাবের মতো দলের বিরুদ্ধে জয়টিকে স্মরণীয় করে রাখতে চান ঋষভ পন্থরা।
indian premier league
আইপিএলে লক্ষ্ণৌ বনাম পাঞ্জাব

×
Comments :0