আইপিএলের মঞ্চ নয়া তারকার জন্ম দেয়। এবারও শুরুতেই মুম্বই ইন্ডিয়ান্স দলের এক নবীন ক্রিকেটারের উত্থান সকলকে অবাক করে দিয়েছে। কেরলের চায়নাম্যান বোলার ভিগ্নেশ পুথুরের বোলিং প্রশংসা আদায় করে নিয়েছে বিপক্ষ দলের কিংবদন্তী এম এস ধোনিরও।
গত চেন্নাই সুপার কিংস ম্যাচে ভিগ্নেশের বোলিংয়ে কাত প্রতিপক্ষের তিন ব্যাটার, ঋতুরাজ গায়কোয়াড, শিবম দুবে ও দীপক হুডা। মুম্বই ম্যাচ হারলেও ভিগ্নেশের বোলিং নিয়ে সর্বত্র আলোচনা। যিনি কেরলের এক অটো চালকের ছেলে। ছোট থেকেই যিনি বাড়িতে অভাব দেখে এসেছেন। আরও বড় কথা, ভিগ্নেশ এখনও রঞ্জি ট্রফি পর্যন্ত খেলেননি। তারপরেও আইপিএলের মতো মেগা মঞ্চে তিনি হয়ে উঠেছেন রহস্যজনক স্পিনার।
চেন্নাই ম্যাচ হারের পরেও ধোনি আলাদা ডেকে কথা বলেছেন ২৪ বছরের ভিগ্নেশের সঙ্গে। মাহি জানতে চেয়েছেন, তাঁর বয়স কত। এও বলেছেন, যে প্রতিভার জোরে তিনি আইপিএলে খেলার ডাক পেয়েছেন, সেটিকে আরও ধারালো করার জন্য।
ভিগ্নেশের বাবা অটো চালক শ্রীরাগ মাঠে ছিলেন। তিনি আবার সাংবাদিকদের জানিয়েছেন, ছেলের যেন অল্পেতেই মাথা ঘুরে না যায়। তিনি দৃষ্টান্তস্বরূপ, বিনোদ কাম্বলি ও পৃথ্বী শ-র কথাও বলেছেন। প্রচারের আলোর মধ্যেও যাতে ছেলে মাথা ঠিক রাখতে পারে, সেটির দিকে তিনি খেয়াল রাখবেন, সেটিও বলেছেন ভিগ্নেশের বাবা।
indian premier league
কেরলের অটো চালকের ছেলে ভিগ্নেশকে সাফল্যের মন্ত্র কিংবদন্তি ধোনির

×
Comments :0