আরএফডিএলের ম্যাচে ডেম্পোর কাছে হার মোহনবাগানের। বুধবার আরসিপি গ্রাউন্ডে ডেম্পোর বিরুদ্ধে নেমেছিল মোহনবাগানের রিসার্ভ দল। প্রথমার্ধের ২০মিনিটে গোল করেন সোয়াভেল । দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান রাহুল রড্রিগেজ। গোটা ম্যাচে ৫১শতাংশ বল পজিশন ও ৮টি গোলমুখী শট নিলেও ডেম্পো গোলরক্ষককে টপকাতে ব্যর্থ হয় মোহনবাগান । ডেগি কার্ডোজোর দল শেষ কয়েকটি ম্যাচে ঠিকমতো পারফরম্যান্স করতে পারছেনা। ফলে পরবর্তী ম্যাচগুলোতে দলগত পারফরম্যান্সের দিকে নজর দিতে হবে ডেগি কার্ডোজোকে।
RFDL
ডেম্পোর কাছে হার মোহনবাগানের

×
Comments :0